নিজস্ব প্রতিবেদক: পাবনার বেড়ায় একটি বেওয়ারিশ গরু জবাই করে ৫’শত টাকা কেজি দরে মাংস বিক্রি করা হয়েছে। জানা যায়, বুধবার (১৭ জানুয়ারি) ভোরে উপজেলার পেচাকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি খালের মধ্যে বেওয়ারিশ ষাঁড় গরু দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় গরুটি উদ্ধার করেন।
এ বিষয়ে বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশিদুল ইসলাম এ প্রতিবেদককে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতে কে বা কাহরা গরুটি চুরি করে পালানোর সময় উক্ত খালের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায়। এলাকাবাসীর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি সারারাত গরুটি পানিতে শীতের মধ্যে থেকে মুমূর্ষু হয়ে পড়েছে। যেকোনো মুহূর্তে মারা যেতে পারে, তাই উপাজেলা নির্বাহী অফিসারের নির্দেশে গরুটি জবাই করা হলে ২ মণ মাংস হয় যা ৫’ শত টাকা কেজি দরে এলাকাবাসীর মাঝে বিক্রি করা হয়েছে।
তিনি আরও বলেন , গরু বিক্রির টাকা স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে জমা রাখা আছে প্রকৃত গরুর মালিক উপযুক্ত প্রমাণ দিয়ে এ টাকা নিয়ে যেতে পারবেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply