লালমনিরহাট প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লালমনিরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধান হাতীবান্ধা উপজেলার ধুবনী এলাকার নির্বাচনী জনসভায় বলেন সাংবাদিকদের লিখনির ভাষা পরিবর্তন করতে হবে।
সোমবার বিকেলে হাতীবান্ধা উপজেলার ধুবনী লাল স্কুল মাঠে নির্বাচনী জনসভায় তিনি বলেন, সাংবাদিক ভাইদের বিনয়ের সাথে বলতে চাই আপনাদের লিখনির ভাষা ঠিক করতে হবে কারন আপনারা লিখেছেন সংঘর্ষ হয়েছে আসলে সেখানে সংঘর্ষ হয়নি আক্রমন হয়েছে। সংঘর্ষ হলে দুই পক্ষের মধ্যে হয় কিন্তু সেখানে নৌকা প্রার্থীর লোকেরা আমার লোকজনের উপর হামলা চালিয়েছে। আমার লোকজন কোনো পাল্টা আঘাত করেনি। এসময় জনসভা স্থলে হাজারেরও অধিক সাধারণ মানুষসহ তার প্রধান নির্বাচনী এজেন্ট সাবেক অধ্যক্ষ সরোয়ার হায়াত খান উপস্থিত ছিলেন।
স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান সাংবাদিকদের ভাষা পরিবর্তন করতে হবে এমন বক্তব্যে স্থানীয় সংবাদ কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জনসভায় তিনি আরও বলেন, গতকাল সানিযাজান ও মিলন বাজারে কোন দু’পক্ষের মধ্যে সংঘর্ষ সংঘটিত হয়নি। সেখানে নৌকা মার্কার লোকজন আমাদের কর্মীদের উপর আক্রমণ করেছে, নির্বাচনী অফিস ভাঙচুর করেছে। আমার লোকজনের উপর আঘাত করে ৮ জন কে আহত করেছে। তাদের আক্রমণে গুরুতর আহত হয়ে তারা হাসপাতালে ভর্তি রয়েছে।
এসময় তিনি ঈগল মার্কার সমর্থক ও ভোট দিয়ে তাকে নির্বাচিত করায় আহবান জানিয়ে বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হলে তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন করব,আগামী ছয় মাসের মধ্যে হাতীবান্ধায় একটি পৌরসভা করা হবে, শিক্ষিত বেকারদের আত্মকর্মসংস্থানসহ কর্মমুখী প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠানোর ব্যবস্থা করব, দোয়ানি তিস্তা ব্যারেজ এলাকায় পর্যটন শিল্প গড়ে তুলব, বুড়িমারী স্থলবন্দর আধুনিকায়নসহ বিভিন্ন প্রতিশ্রুতি প্রদান করেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply