মিডিয়া সেল: চুয়াডাঙ্গার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের ফ্রিজ মার্কা প্রতীকের স্বতন্ত্র এমপি প্রার্থী এম. এ. রাজ্জাক খান রাজ। মঙ্গলবার ১৯ ডিসেম্বর রাতে শহরের পলাশপাড়ার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়,এসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী ও চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় এম. এ. রাজ্জাক খান রাজ বলেন আমি চুয়াডাঙ্গাকে একটি স্মার্ট ও আধুনিক জেলায় পরিনত করতে চাই,‘চুয়াডাঙ্গা জেলা এখনো উন্নয়নের দিক থেকে অনেকটা পিছিয়ে আছে। জেলায় অনেক সম্ভাবনা আছে। আমি যদি সুযোগ পাই তবে সেসব সম্ভাবনাকে কাজে লাগাবো।
নিজের ব্যাবসা ও প্রতিষ্ঠানের সফলতার গল্প শুনিয়ে তিনি আরও বলেন, ‘আমিই সেই ২০০২ সালে সাহস করে বাংলাদেশে ইলেক্ট্রনিক্স পণ্য বাজারজাত শুরু করেছিলাম। এখন আমার সেই কোম্পানী দেশের বাজারে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। আমি এটাই বলতে চাই, যে আমার সাহস আছে। আমি উদ্যোগ নিতে জানি। ব্যক্তি উদ্যোগ থেকেও বিভিন্ন উন্নয়নকাজে আমি সক্রিয়। যদি প্রাতিষ্ঠানিকভাবে উন্নয়ন ও জনগনের পাশে থাকার সুযোগ পাই তাহলে উন্নয়নের মাত্র আরও বাড়িয়ে দিবো।’
জেলার উন্নয়ন ও হালহকিকত নিয়ে আলোচনার প্রেক্ষিতে বিশিষ্ট শিল্পপতি এম. এ. রাজ্জাক খান রাজ বলেন, ‘চুয়াডাঙ্গা সদর হাসপাতালে গেলে আমার চোখের কোণে পানি জমে। একটি স্বাস্থ্যখাত এতটা অবহেলিত কিভাবে হতে পারে সেই ভাবনা আমার কাটে না। আমি চাই স্বাস্থ্যসেবার উন্নয়ন ও চিত্র পাল্টাতে। এছাড়া শিক্ষা খাত নিয়ে আমার সুদূরপ্রসারী চিন্তা রয়েছে। আর চুয়াডাঙ্গা একটি কৃষি নির্ভর জেলা এ জেলায় কৃষি শিল্পায়নের সম্ভাবনা অনেক। আমি কৃষি নিয়ে শিল্পাঞ্চল গড়তে চাই।’
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মানিক আকবর, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, সিনিয়র সাংবাদিক শেখ সেলিম ও জ্যেষ্ঠ সাংবাদিক জাহিদুল ইসলাম, দৈনিক আকাশ খবরের সম্পাদক জান্নাতুল আওলিয়া নিশি ও বাংলা টিভির প্রতিনিধি মামুন মোল্লা। এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামরুজ্জামান সেলিম, ক্লাবের জ্যেষ্ঠ সাংবাদিক শরীফ হোসেন, রিচার্ড রহমান, নাসির উদ্দীন জোয়ার্দ্দার, হাবিবুর রহমান, শামসুজ্জোহা পলাশ, জিসান আহমেদ, অনিক চক্রবর্তী, তৌহিদ তুহিন ও শেখ লিটন প্রমুখ।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান চাঁদ প্রমূখ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply