দুর্গাপুজো ও নবরাত্রির মতো শুভ অনুষ্ঠানে, কঙ্গনা রানাওয়াতের পরিবারে এসেছে নতুন সদস্য। অভিনেত্রীর জীবনের এই সুন্দর সময়ের জন্য দীর্ঘদিন ধরে প্রতীক্ষায় ছিলেন তারা।
শুক্রবার কঙ্গনা ফুফু হয়েছেন। তার ভাই অক্ষত রানাউতের স্ত্রী রীতুর কোল আলো করে জন্ম নিয়েছে ফুটফুটে পুত্রসন্তান। আর তাকে কোলে নিয়েই কঙ্গনা আদরে ভরালেন। অভিনেত্রীর শেয়ার করা ছবিতে দাদির কোলেও দেখা গেল ‘বেবি রানাউত’কে। অভিনেত্রীর পরিবারে নতুন সদস্যের আগমনে এখন খুশির হাওয়া বইছে।
হাসপাতাল থেকে তার সদ্যজাত ভাগ্নের প্রথম ছবিও শেয়ার করেছেন এ অভিনেত্রী। এদিকে খুশির খবরে কঙ্গনাকে শুভেচ্ছা জানিয়েছেন অনুপম খের, মহিমা চৌধুরীর মতো তারকারা।
২০২০ সালে অক্ষতের বিয়ে হয় রীতুর সঙ্গে। জুলাই মাসে পরিবারে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করা হয়।
বলিউডে আসার পর একাধিক পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালেও এখনো তিনি ‘সিঙ্গেল’ আছেন। আর তাদের মধ্যে বলিউড অভিনেতা হৃতিক রোশনের সঙ্গে তার প্রেম ছিল অনেকটা মাখো মাখো।
কিছু দিন আগে রটেছিল কঙ্গনা বিয়ে করছেন। এক পোস্টে তিনি লিখেছিলেন, ডিসেম্বরে এক ব্যবসায়ীর সঙ্গে তিনি বাগদান পর্ব সারতে চলেছেন। তারা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন আগামী বছরের এপ্রিলে। এ বছরের জুলাইয়ে আগাম খবর দিয়ে রেখেছিলেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply