শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৮:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সরাসরি সমুদ্রপথে শিপিং সেবা চালু করেছে বাংলাদেশ ও পাকিস্তান মনোস্পুল বাংলাদেশ সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে আনোয়ার গ্যালভানাইজিং সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সকল প্রাথমিক বিদ্যালয় ধর্ম শিক্ষক নিয়োগ এবং উচ্চ মাধ্যমিকে সকল শাখায় ইসলাম ও নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করা এবং ইসলামি শিক্ষায় মৌখিক পরীক্ষা রাখার দাবি ৮ বছরের সাফল্যে ভিভো, পুরস্কারে ভরা উদযাপন! আইসিএবির ঢাকা রিজিওনাল কমিটির উদ্যোগে হাতিরঝিলে অনুষ্ঠিত হলো অ্যাকাউন্টিং ডে রান ২০২৫: সুস্বাস্থ্য, সংহতি ও পেশাগত জীবনের এক অনন্য উৎসব চুয়াডাঙ্গা জেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের চূড়ান্ত কমিটি গঠন: সভাপতি মোঃ তবারক হোসেন ও সাধারণ সম্পাদক মির্জা হাকিবুর রহমান লিটন জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল বৈঠকে বক্তারা, ঐক্যবদ্ধ জাতি গঠনে তওহীদভিত্তিক শিক্ষানীতির বিকল্প নাই ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও যুব সংহতি দিবস উপলক্ষে শহীদ জিয়ার মাজারে নাগরিক দলের শ্রদ্ধা এবং বিএনপির র‌্যালি অনুষ্ঠিত ভৈরবে ট্রাকের পিছনে পিকআপের ধাক্কায় চালক ও হেলপার গুরুতর আহত

সাকিবের রেকর্ড ছুঁলেন পরীমণি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

ক্রিকেটার সাকিব আল হাসান ও ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। দুইজনই দুই জগতের তারকা। আর এই দুই তারকার রাস্তা আলাদা হলেও এবার সংবাদের শিরোনাম হয়েছেন দুজনই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের জন্য। ফেসবুকে ফলোয়ারের দিকে সাকিব আল হাসানের রেকর্ড ছুঁয়েছেন পরীমণি।

মূলত দেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি অনুসারী বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের। অন্যদিকে শোবিজ জগতে পরীমণির। এর আগে শুধু সাকিবের ফেসবুক অনুসারীর সংখ্যা ১৬ মিলিয়ন ছিল। তবে বুধবার থেকে সেই তালিকায় যুক্ত হলেন পরীমণিও।

বুধবার (১১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে নিজেই বিষয়টি জানান পরী।

সাকিবের ফেসবুকে দেখা যায়, তার ফেসবুক পেজটি থেকে অনুসরণ করা হয় চারজন ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠানকে। আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসিকে অনুসরণ করার পাশাপাশি বাংলাদেশ দলের ক্রিকেটার মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ ও রুবেল হোসেনকে অনুসরণ করা হয় পেজটি থেকে। এ ছাড়া প্রতিষ্ঠানের মধ্যে আছে সাকিব আল হাসান ফাউন্ডেশন ও ফরচুন বরিশালের ফেসবুক পেজটি।

অন্যদিকে ১৬ মিলিয়ন অনুসারীর পরীমণির ফেসবুক পেজ থেকে দেশ-বিদেশের ১৫১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুসরণ করা হয়। এর মধ্যে সাকিব ও পরীমণি দুজনের অনুসারীর মধ্যে রয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসির নাম।

১৬ মিলিয়ন, অর্থাৎ ১ কোটি ৬০ লাখ অনুসারী। এসব অনুসারীদের জন্য সাকিব নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কখনো বিনোদনমূলক, কখনো বাণিজ্যিক আবার কখনো বিজ্ঞাপনের পোস্ট করেন। অন্যদিকে পরী নিজের অনুভূতি, কাজের খবর, আর বিভিন্ন সময় বিভিন্ন খবর প্রকাশ করে অনুসারীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন।

প্রসঙ্গত, বর্তমানে পরীর হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে তিনি ‘ডোডোর গল্প’ নামে সিনেমার শুটিং করছেন। অন্যদিকে সাকিব আল হাসান ভারতে চলমান বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS