ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী ও পরীমণিকে প্রথমবারের মতো এক সিনেমায় দেখা যাবে। ‘খেলা হবে’ নামে নির্মিত নতুন এ সিনেমায় পর্দা শেয়ার করবেন এই দুই তারকা।
জানা যায়, টিএম ফিল্মসের পক্ষ থেকে ফারজানা মুন্নি তথ্য মন্ত্রণালয়ে ভারত গমন ও সেখানে শুটিংয়ের অনুমতি চেয়ে আবেদন করেছেন। আর সেই আবেদনের প্রেক্ষিতে অনুমতিও মিলেছে। আগামী অক্টোবরেই ভারতে সিনেমাটির শুটিং হওয়ার কথা আছে।
রোববার (২৪ সেপ্টেম্বর) তথ্য মন্ত্রণালয়ের ওয়েব সাইটে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে বিস্তারিত দেখা যায়। যেখানে পরিচালকসহ মোট ১২ জনকে ভারতে গিয়ে শুটিংয়ের অনুমতি দেয়ার বিষয়টি জানানো হয়। সেখানে বলা হয়েছে, ২৭ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর পর্যন্ত ২৫ দিন ভারতে শুটিং করতে হবে।

এর আগে গত ২ আগস্ট টিএম ফিল্মসের পেজে জানানো হয়, তানিম রহমান অংশু একটি ছবি বানাবেন। তবে সে সময় সিনেমার নাম কিংবা কলাকুশলী সম্পর্কে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। ‘খেলা হবে’ সিনেমাটি প্রযোজনা করছে টিএম ফিল্মস।
অবশ্য ‘খেলা হবে’ এ সিনেমার বিষয়ে এখন পর্যন্ত পরীমণি কিংবা বুবলীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পরীমণি-বুবলী বাদেও এ সিনেমায় আরও অভিনয় করবেন মুশফিকুর রহমান, আবুল কালাম আজাদ, শহিদুল আলম সাচ্চু সহ অনেকে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply