শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ১২:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও যুব সংহতি দিবস উপলক্ষে শহীদ জিয়ার মাজারে নাগরিক দলের শ্রদ্ধা এবং বিএনপির র‌্যালি অনুষ্ঠিত ভৈরবে ট্রাকের পিছনে পিকআপের ধাক্কায় চালক ও হেলপার গুরুতর আহত চব্বিশ এবং একাত্তরের অপরাধীরা নির্বাচন চায় না : মোমিন মেহেদী জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)-এর আত্মপ্রকাশের ঘোষণা দিনাজপুরের বীরগঞ্জে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে “নাগরিক নিরাপত্তা ও আগামী নির্বাচনের গুরুত্ব” শীর্ষক জাতীয় সংলাপ অনুষ্ঠিত আজ ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস লভ্যাংশ ঘোষণা করেছে ন্যাশনাল টিউবস লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে আল-আমিন কেমিক্যাল প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ফাইন ফুডস

আবারো শাহরুখের কাছে হারল সানীর ‘গদর ২’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

বক্স অফিসে তাণ্ডব চালাচ্ছে শাহরুখ খানের সিনেমা ‘জওয়ান’। মুক্তির ৬ দিনে ৬০০ কোটির ঘর পার করেছে সিনেমাটি। যা নিয়ে রীতিমতো হইচই চলছে বি-টাউনে। এর আগে গত ১১ আগস্ট ভারতে মুক্তি পেয়েছিল সানী দেওল অভিনীত সিনেমা ‘গদর ২’। মুক্তির পর বক্স অফিসে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছিল সিনেমাটি। কিন্তু ধাক্কা খেল ‘জওয়ান’ মুক্তির পর।

বলিউড বাদশার ‘পাঠান’কে টেক্কা দিয়েছিল ‘গদর ২’। কিন্তু ‘জওয়ান’ মুক্তির পর ‘গদর ২’র পথটা কঠিন হয়ে যায়। শেষ পর্যন্ত শাহরুখের কাছে হারতে হলো সানি দেওলকে। এমন কথাও শোনা যাচ্ছে বি-টাউনে। বক্স অফিসও সেই আভাসই দিচ্ছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পঞ্চম সোমবারের ‘গদর ২’ সিনেমার আয় ছিল মাত্র ৭৫ লাখ রুপি। গেল মঙ্গলবার সেটি আরও কমে হয়েছে ৫০ লাখ। সবমিলিয়ে এখন পর্যন্ত ‘গদর ২’ সিনেমাটি আয় করেছে প্রায় ৫১৭ কোটি ভারতীয় রুপি। এদিকে ‘পাঠান’র রেকর্ড ভাঙার যে সম্ভাবনা দেখেছিলেন বলিউড বিশ্লেষকরা সেটি আর নেই বলেও মত দিয়েছেন অনেকে।

মুক্তির দিন অর্থ্যাৎ ১১ আগস্ট বক্স অফিসে ৪০ কোটি রুপি আয় করেছিল ‘গদর-২’। প্রথম সপ্তাহে আয় ছিল ২৮৪.৬৩ কোটি রুপি। দ্বিতীয় সপ্তাহের এই আয় দাঁড়ায় ১৩৪.৪৭ কোটিতে এবং তৃতীয় সপ্তাহে আয় হয়েছিল ৬৫.৩৫ কোটি। কিন্তু চতুর্থ সপ্তাহে কমে আয় যায় ২৭.৫৫ কোটির ঘরে। আর পঞ্চম সপ্তাহে ‘জওয়ান’ আসার পর থেকে সানীর সিনেমা দেখছে না দর্শক মুখ।

২০২৩ সালে মুক্তি পাওয়া হিন্দি সিনেমার সর্বোচ্চ আয়ের তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল ‘গদর ২’ সিনেমাটি। ‘জওয়ান’ ঝড়ে এখন তা নেমে এসেছে তৃতীয়তে। এদিকে ‘জওয়ান ২’ নিয়ে তুমুল আলোচনা। কবে আসছে ‘জওয়ান ২’? এমন প্রশ্ন অনেকের মনে। সে প্রশ্নের এবার মুখ খুলেছেন সানিয়া মালহোত্রা। জওয়ান সিনেমায় ডাক্তার ইরাম চরিত্রে যাকে দেখা গেছে।

পিঙ্কভিলাকে দেয়া এক সাক্ষাৎকারে সানিয়া বলেন, “মানুষ যেভাবে সিনেমাটিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে তাতে এটা স্পষ্ট যে, সিনেমাটি দেখে তারা মুগ্ধ হয়েছে। আমি নিজেও এই সিনেমার দ্বিতীয় পার্ট দেখতে চাই। আমি আশা করি, শাহরুখ আর অ্যাটলি মিলে ‘জওয়ান ২’ বানাবে এবং আমাকে সেখানে কাস্ট করবে।”

শুধু সানিয়া নয়, জওয়ান সিনেমায় অভিনয় করা দক্ষিণের আরেক অভিনেত্রী প্রিয়ামণিও কথা বলেছেন ‘জওয়ান ২’ নিয়ে। জানিয়েছেন, “আমি আশা করি ‘জওয়ান ২’ আসবে এবং আমাদের বাকিদের গল্প দেখানো হবে। যদিও পুরোটাই নির্ভর করছে পরিচালক এবং শাহরুখ স্যারের ওপর।”

‘জওয়ান ২’ আসবে কি-না সে ব্যাপারে জানতে হলে অপেক্ষা করতে হবে শাহরুখ কিংবা অ্যাটলির আনুষ্ঠানিক ঘোষণার জন্য। আর যদি আসে তাহলে আবারও বক্স অফিস কাঁপাবে- সেটা বলা যেতেই পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS