দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ পৌর আওয়ামীলীগের নেতা মমিন ফুপুদের বাবার সম্পত্তির অংশের জমি দখল করে রেখে হুমকি ধামকির অভিযোগে বীরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মরহুম সাখাউদ্দীন আহমেদ এর কন্যা ঝর্না বেগম লিখিত অভিযোগ পাঠ করে বলেন, পৌর শহরের ৬ নং ওয়ার্ড মাকড়াই গ্রামের মরহুম সাখাউদ্দীন আহমেদ এর ৫ ছেলে ৭ মেয়ের মধ্যে ২ ছেলে ও ২ মেয়ে মারা যায়।
বাবার মৃত্যুর পর বড়ভাই শামছুল আলম বোনদেরকে সম্পত্তির প্রাপ্ত অংশ বুঝাইয়া না দিয়ে ইন্তেকাল করলে তার তার বড় ছেলে ভাতিজা মমিন পিতার জমাজমির অংশ না দিয়ে প্রতারনা শুরু করছে। তারা মাকড়াই মৌজার একটি প্লটে ৭ বোনের একসাথে ১ একর ১৯ শতক জমির অংশীদারের মধ্যে মাত্র ২০ শতক জমিতে তাদের বসত বাড়ি করার জন্য প্রাচীর নির্মান কাজ শুরু করলে বীরগঞ্জ পৌর আওয়ামী লীগের ৬ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হওয়ায় ক্ষমতার অপব্যবহার করে তাদেরকে বিভিন্ন ভাবে হয়রানির হুমকি দেয় বলে তারা জানায়।
এ সময় তারা প্রশাসনের সুদৃষ্টির মাধ্যমে পিতার সম্পত্তির প্রাপ্ত অংশ মেয়েদেরকে পাইয়ে দেওয়ার সহযোগিতা কামনা করে।
সংবাদ সম্মেলনে সাখাউদ্দীন আহম্মেদের কন্যা মোছাঃ নাহার বেগম, মোছাঃ মেঘনা বেগম, মোছাঃ চায়না বেগম, মোছাঃ সাবিনা বেগম সহ ওয়ারিশগন উপস্থিত ছিলেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply