তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন পেল পুঁজিবাজারের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল ‘অর্থসূচক ডট কম’। এছাড়া আরো ১১টি অনলাইন নিউজপোর্টালকে অনুমোদন দেয় সরকারি এই সংস্থা।
সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব ড. ভেনিসা রড্রিক্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অনুমোদন দেয়া হয়েছে।
নিবন্ধনের অনুমতি পাওয়া অন্য অনলাইন নিউজপোর্টাল হলো- সময়ের কথা টুয়েন্টিফোর ডট কম, অপরাধের চোখ টুয়েন্টিফোর বিডি ডট কম, আজকের রাবন ডট কম, দিনের শেষে ডট কম, ডেইলি ভোরের পাতা ডট কম, দি নিউজ ই ডট কম, পিপলস নিউজ টুয়েন্টিফোর ডট কম, অপরাজেয়া টুয়েন্টিফোর ডট কম, বর্তমানের খবর ডট কম, বাংলার জনপদ ডট কম, দি রিপোর্ট ডট লাইভ।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সরকারি বিধি বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে নিউজপোর্টালগুলো নিবন্ধন সম্পন্ন করার জন্য বলা হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply