মো মামুন মোল্যা-
কালিয়া নড়াইল
গগনে ধূসর মেঘ
করে হুড়োহুড়ি,
টাপুরটুপুর অঝরে বৃষ্টি
ছোটে গুড়াগুড়ি।
খাল বিল থই থই
ব্যাঙ ডাকে মক,
জেলেদের মুখে হাসি
ধরে কত বক।
চাষী ভাই ছুটে চলে
কাঁধে নিয়ে লাঙল,
বলদ গুল কেঁদে মরে
কবে হবে মঙ্গল?
লেখ ২১-৬-২৩
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply