কিছু মানুষ দেশের উন্নয়ন দেখে না, তারা চোখ থাকতেও অন্ধ। তাদের প্রতি করুণা করা ছাড়া আর কিছু নেই বলে মন্তব্য করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করার সময় এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করবোই। যারা চায়নি উন্নয়ন হোক, এটা তাদের প্রতি আমার চ্যালেঞ্জ।
তিনি আরও বলেন, যারা চায়নি আওয়ামী লীগ ক্ষমতায় আসুক, মানুষ পেট ভরে ভাত খাক, শিক্ষা পাক, মাথা গোঁজার ঠাঁই পাক, তারা মিথ্যা অপবাদ দিয়ে গেছে। কিন্তু তাতে কাজ হয়নি। নিজেদের টাকায় পদ্মা সেতু করতে পেরেছি। এটাই সবচেয়ে বড় কথা।
এ সময় নিজ এলাকার উন্নয়নের প্রতি জোর দিয়ে তিনি বলেন, আমার এলাকার কোনো উন্নয়ন যেন বাদ না যায়। কেথায় কী হচ্ছে সব আমি খোঁজ রাখি। আমার কাছে সব রাস্তাঘাটের আলাদা আলাদা ফাইল করা আছে। শুধু কোটালীপাড়া, টুঙ্গীপাড়া না- পুরো দেশের উন্নয়ন করে যাচ্ছি।
আর এই উন্নয়নের শক্তি আপনারাই জুগিয়েছেন। আপনারাই আমার বড় শক্তি। আপনারা আছেন বলে আমি দেশের উন্নয়ন করে যেতে পারছি।
শেখ হাসিনা বলেন, বাবার স্বপ্ন পূরণ করে উন্নত দেশ গড়াই আমার লক্ষ্য। দেশে একজনও হতদরিদ্র থাকবে না। লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ যেন মাথা উঁচু করে চলতে পারে, সেটাই আমি চাই।
এর আগে, দুই দিনের সফরে নিজ জেলা গোপালগঞ্জের কোটালীপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে তার সঙ্গী হয়েছেন আইসিটি উপদেষ্টা ও ছেলে সজীব ওয়াজেদ জয়।
প্রধানমন্ত্রী কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় বেশ কিছু কর্মসূচিতে যোগ দেবেন। পরে তিনটি গাছের চারা রোপণ করে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply