খেলোয়াড়ি জীবনের পাঠ চুকিয়ে ভবিষ্যতে ফুটবল ক্লাবের মালিক হতে চান পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। সাবেক সতীর্থ ও মাদ্রিদ কিংবদন্তি করিম বেনজেমার আল ইত্তিহাদে যোগ দেয়ায় তিনি উচ্ছ্বসিত। আবারও বললেন কয়েক বছরের মধ্যেই বিশ্বসেরা লিগগুলোর একটি হবে সৌদি প্রো-লিগ।
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বয়স বাড়ছে সত্যি, তবুও বুড়িয়ে গেলেও ফুরিয়ে যাননি ক্রিস্টিয়ানো রোনালদো। আল-নাসেরে যোগ দিয়েছেন মৌসুমের মধ্যভাগে। ক্লাবকে কোনো শিরোপা জেতাতে না পারলেও ১৬ ম্যাচে ১৪ গোল ও ২টি অ্যাসিস্টে রোনালদো প্রমাণ করেছেন কেন তিনি সর্বকালের অন্যতম সেরা ফুটবলার।
কিন্তু বাস্তবতা মেনে একদিন অন্য সবার মতোই থামতে হবে রোনালদোকে। অবসর সময়ে কোচিং না অন্য কোনো পেশা? ফুটবলকে বিদায় জানিয়ে ক্লাবের মালিকানা বনে গেছেন ডেভিড বেকহ্যামসহ অনেকেই। ভবিষ্যতে কি তাদের পথই অনুসরণ করবেন রোনালদো? জবাবে কিছুটা রহস্য রাখলেও, ইঙ্গিত দিলেন ইতিবাচক।
রোনালদো বলেন, ‘আমি এই ব্যাপারে এখন কিছু বলতে পারছি না। কিন্তু আমি কখনই সুযোগ হাতছাড়া করতে চাইব না। আমি দেখতে চাই লিগ এবং ফুটবল আমাকে কোন দিকে নিয়ে যায়। তবে হ্যাঁ, আমি ভবিষ্যতে একটি ক্লাবের মালিক হতে চাই এবং এটি একটি ভালো সিদ্ধান্ত হতে পারে।’
রোনালদোর আল নাসরে যোগ দেয়ার পর এ নিয়ে টিপ্পুনী কেটেছিল অনেকেই। কিন্ত বারবারই সিআরসেভেন বলেছিলেন কয়েক বছরের মধ্যেই বিশ্বের অন্যতম প্রতিদ্বন্দ্বতাপূর্ণ লিগ হবে সৌদি প্রো লিগ। বছর না পেরুতেই করিম বেনজেমাসহ অনেক ফুটবলারের ঠিকানা হচ্ছে সৌদি লিগ। এ নিয়ে কিছুটা উচ্ছ্বাস ঝরলো সিআরসেভেনের কণ্ঠে।
পর্তুগিজ তারকা বলেন, ‘প্রথমে মানুষ অবাক কিংবা ইর্ষান্বিত হয়েছিল। তবে আমি জানতাম আমার সৌদিতে আসাটা ভুল কোনো সিদ্বান্ত না। আমি জানি আগামী কিছু বছরের মধ্যেই সৌদি লিগ বিশ্বের প্রথম সারির লিগগুলোর একটি হয়ে উঠবে। আমরা এরমধ্যেই দেখছি করিম এরইমাঝে সৌদিতে যোগ দিয়েছে। আমি শতভাগ নিশ্চিত বিশ্ব থেকে আরও ফুটবলাররা সৌদি লিগে যোগ দেবে।’
সেই সঙ্গে চলতি মৌসুম ট্রফিলেস থাকলেও আল নাসেরের হয়ে পরবর্তী মৌসুমে একাধিক ট্রফি জিততে চান ক্রিস্টিয়ানো রোনালদো।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply