সম্প্রতি ইউক্রেন-রাশিয়া যুদ্ধে রকেট হামলায় বাংলাদেশ শিপিং কর্পারেশনের (বিএসসি) এম.ভি বাংলার সমৃদ্ধি নামে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। কোম্পানিটির পরিচালনা পর্ষদ জাহাজটি পরিত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ইউক্রেনের অলিভিয়া পোর্টে জাহাজটি আটকে পড়লে রকেট হামলায় ক্ষতিগ্রস্ত হয়। জাহাজটি বর্তমানে বীমা নীতির অধীনে আছে।
প্রসঙ্গত, গত বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টার দিকে) জাহাজটি হামলার কবলে পড়ে। এতে আগুন ধরে যায়। তবে সবার তাৎক্ষণিক পদক্ষেপে আগুন নিভাতে সক্ষম হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply