শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ভূমিকম্পে দেশে বিভিন্ন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক ও দুঃখ প্রকাশ ঢাকাসহ সারাদেশে ভূমিকম্পের বড় ঝাঁকুনি তুরাগ থানাধীন বেড়িবাঁধ এলাকায় সেনাবাহিনীর অভিযান, রাইফেল, পিস্তল এবং শর্টগান উদ্ধার জলবায়ু সুবিচারের দাবিতে ঢাকায় ধর্মঘট: তরুণ ও শ্রমিকদের জ্বালানি মহাপরিকল্পনা প্রত্যাখ্যান ও কপ৩০ সম্মেলনে ন্যায্য রূপান্তরের নিশ্চিতের দাবি সম্মিলিত সমমনা জোট-২০২৫ এর আত্মপ্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন ময়মনসিংহের নবাগত জেলা প্রশাসকের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকের বিরুদ্ধে দুদকের মামলা নভেম্বরের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এলো ২ বিলিয়ন মার্কিন ডলার চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ৪ মাসে (জুলাই–অক্টোবর) রাজস্ব ঘটতি ১৭ হাজার কোটি টাকা সিমটেক্স ইন্ডাস্ট্রিজ দর দরপতনের শীর্ষে

ক্রয় কমিটিতে ১২ প্রস্তাব অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৬১৪ Time View

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৮ম সভায় ১২টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে অথনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ষষ্ঠ সভায় একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় ১২টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। প্রস্তাবগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ১ হাজার ৭০৬ কোটি টাকা।

সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাশেষে অনুমোদিত ক্রয় প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জিল্লুর রহমান চৌধুরী।

অর্থমন্ত্রী বলেন, ‘ক্রয় কমিটির প্রস্তাবগুলোর মধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের দুটি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দুটি, খাদ্য মন্ত্রণালয়ের দুটি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের একটি, শিল্প মন্ত্রণালয়ের একটি এবং কৃষি মন্ত্রণালয়ের দুটি প্রস্তাব ছিল। ক্রয় কমিটির অনুমোদিত ১২টি প্রস্তাবের অনুকূলে মোট ১ হাজার ৭০৬ কোটি ১ লাখ ২৫ হাজার ৩৭৮ টাকা ব্যয় হবে।’

পরে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিল্লুর রহমান চৌধুরী প্রস্তাবগুলোর বিস্তারিত তুলে ধরেন। প্রস্তাবগুলো হচ্ছে-

১. কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশের কাছ থেকে ১৩তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ক্রয়ের প্রস্তাব

২. রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন থেকে তৃতীয় লটে ৩০ হাজার মেট্রিক টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার আমদানির প্রস্তাব।

৩. বুড়িগঙ্গা নদী (নিউ ধলেশ্বরী-পুংলি-বংশাই-তুরাগ-বুড়িগঙ্গা রিভার সিস্টেম) পুনরুদ্ধার (২য় সংশোধিত) প্রকল্পের লট-৩ এর পূর্ত কাজের ভেরিয়েশন প্রস্তাব।

৪. বুড়িগঙ্গা নদী (নিউ ধলেশ্বরী-পুংলি-বংশাই-তুরাগ-বুড়িগঙ্গা রিভার সিস্টেম) পুনরুদ্ধার (২য় সংশোধিত) প্রকল্পের লট-৪ এর পূর্ত কাজের ভেরিয়েশন প্রস্তাব।

৫. সভায় নরসিংদী জেলা কারাগার নির্মাণ প্রকল্পের একটি প্যাকেজের আওতায় পণ্য সরবরাহের ক্রয় প্রস্তাব।

৬. নরসিংদী জেলা কারাগার নির্মাণ প্রকল্পের অন্য একটি প্যাকেজের আওতায় পূর্ত কাজ ক্রয়ের প্রস্তাব।

৭. মডার্ন ফুড স্টোরেজ ফ্যাসিলিটিজ প্রজেক্টের (এমএফএসপি) প্যাকেজ নং-ডব্লিউ-২৪ এর আওতায় ‘কন্সট্রাকশন অব স্টিল সাইলো ফর হুইট অ্যাট চট্টগ্রাম’ শীর্ষক প্রকল্প।

৮. সিসিজিপি সভার অনুমোদনক্রমে মডার্ন ফুড স্টোরেজ ফ্যাসিলিটিজ প্রজেক্টের (এমএফএসপি) আওতায় ইন্টিগ্রেটেড ফুড পলিসি রিসার্চ প্রোগ্রাম কাজে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে যৌথভাবে ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট, ইউনিভার্সিটি অব ইলিনয়িস অ্যাট আরবান ক্যাম্পেইন এবং বাংলাদেশ ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজকে নিয়োগ।

৯. জেট এ-১ পাইপলাইন ফ্রম পিতলগঞ্জ (নিয়ার কাঞ্চন ব্রিজ) টু কুর্মিটোলা এভিয়েশন ডিপো ইনক্লুডিং পাম্পিং ফ্যাসিলিটিজ প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠানের (পিএমসি) ভেরিয়েশন প্রস্তাব।

১০. ২০১৮ সালের ১১ এপ্রিল তারিখের সিসিজিপি সভার অনুমোদনক্রমে প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে যৌথভাবে জার্মানির ডর্চ হোল্ডিং জিএমবিএইচ এবং ডর্চ কনসালট্যান্ট (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেডকে ৫ কোটি ৮৬ লাখ ৫৩ হাজার ৮৮০ টাকায় নিয়োগের চুক্তি করা হয় যার মেয়াদ ১১/১১/২০১৯ সালের ১১ নভেম্বর শেষ হয়। প্রকল্পের মেয়াদ বৃদ্ধি পাওয়ায় পরামর্শক প্রতিষ্ঠানের মেয়াদ ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানোর জন্য ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৯ কোটি ৬৯ লাখ ৩৭ হাজার ৬৩৫ টাকা ব্যয় বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।

১১. জেট এ-১ পাইপলাইন ফ্রম পিতলগঞ্জ (নিয়ার কাঞ্চন ব্রিজ) টু কুর্মিটোলা এভিয়েশন ডিপো ইনক্লুডিং পাম্পিং ফ্যাসিলিটিজ প্রকল্পে ইপিসি ঠিকাদারের ভেরিয়েশন প্রস্তাব।

১২. দেশের কৃষিখাতে ব্যবহারের জন্য মরক্কো থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির প্রস্তাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS