আর এক ম্যাচ পরেই পর্দা নামবে ইন্ডিয়ান ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ- আইপিএলের। এরইমধ্যে ১৬তম আসরে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স। রোববার (২৮ মে) দুদলের লড়াইয়ে শেষ পর্যন্ত কারা ঘরে শিরোপা তুলতে পারে সেটাই এখন দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
জনপ্রিয়তার পাশাপাশি অর্থের ঝনঝনানিতেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে আইপিএল। চলুন জেনে নেয়া যাক ২০২৩ মৌসুমে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল কে কত টাকা পাবে। আর কত টাকা যাবে সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট শিকারির পকেটে।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এখন পর্যন্ত আইপিএলের প্রাইজমানি বৃদ্ধির কোনো বার্তা দেয়নি। ধারণা করা হচ্ছে, গত মৌসুমের সমপরিমাণ প্রাইজমানি থাকছে এবারের আসরেও। আগের হিসাব অনুযায়ী, আইপিএলের মোট প্রাইজমানি সাড়ে ৪৭ কোটি রুপি।
এর মধ্যে চ্যাম্পিয়ন দল পাবে ২০ কোটি রুপি। রানার্স আপ দলের জন্য থাকছে ১৩ কোটি রুপি। ৩৩ কোটি রুপির এ লড়াইয়ে রোববার মাঠে নামছে চেন্নাই-গুজরাট।
তৃতীয় স্থানে থাকা দল পাবে ৭ কোটি রুপি আর চতুর্থ স্থানে আসর শেষ করা দল পাবে সাড়ে ৬ কোটি রুপি। লখনৌ সুপার জায়ান্টস তৃতীয় স্থানে এবং মুম্বাই ইন্ডিয়ান্স চতুর্থ স্থানে থেকে আসর শেষ করেছে।
কমলা টুপিধারী অর্থাৎ সর্বোচ্চ রান সংগ্রাহক এবং বেগুনী টুপিধারী অর্থাৎ সর্বোচ্চ উইকেট শিকারি, উভয়ে ১৫ লাখ রুপি করে পকেটে পুরবেন।
১৬ ইনিংসে ৮৫১ রান নিয়ে আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোরার শুভমান গিল। দুইয়ে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ফাফ ডু প্লেসির ১৪ ইনিংসে সংগ্রহ ৭৩০ রান। ফলে গিল শেষ পর্যন্ত কমলা টুপি ধরে রাখবেন এটা নিশ্চিত। বেগুনী টুপি নিয়ে শেষ পর্যন্ত লড়াই চলবে মোহাম্মদ শামি ও রশিদ খানের মধ্যে। দুজনেই গুজরাট টাইটান্সের হয়ে ফাইনাল খেলবেন। সমান ১৬ ইনিংসে শামির উইকেট ২৮ আর রশিদের ২৭।
তবে তাদের তুলনায় বেশি অর্থ যাবে আসরের ইমার্জিং ক্রিকেটারের পকেটে। তিনি পাবেন ২০ লাখ রুপি। মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার পাবেন ১২ লাখ রুপি।
আসরের সুপার স্ট্রাইকার অর্থাৎ ব্যাট হাতে সর্বোচ্চ স্ট্রাইক রেটে খেলা ক্রিকেটার পাবেন ১৫ লাখ রুপি।
এছাড়া পাওয়ার প্লেয়ার অব দ্যা সিজন ও গেম চেঞ্জার অব দ্যা সিজন নির্বাচিত হওয়া ক্রিকেটারদের পকেটে যাবে সমান ১২ লাখ রুপি করে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply