সোশ্যাল মিডিয়ায় যারা বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে সমালোচনা করেন, তাদের অনেকের ক্রিকেট জ্ঞান নেই বলে মনে করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বৃহস্পতিবার (১৮ মে) গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।
বাংলাদেশ দল কোনো সিরিজ বা টুর্নামেন্টে খারাপ করলেই চারিদিকে সমালোচনা তৈরি হয়। সমালোচনা হয় বিসিবির কর্মকাণ্ড নিয়েও। এটা নিয়ে মোটেই খুশি নন পাপন। এ সম্পর্কে গণমাধ্যমে তিনি বলেন, ‘এখন সবচেয়ে বেশি সরব হচ্ছে মিডিয়া, ক্রিকেট নিয়ে। আর এটা নিয়ে আমরা অনেক খুশি। এমন না যে আমাদের মন খারাপ। আপনারা এত বেশি ইনভলভ, এটা আমাদের হেল্প করে। এটা হচ্ছে এক নম্বর বিষয়। আরেকটা বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া নিয়েও আমরা অনেক হ্যাপি। সমস্যা হলো ওখানে অনেকের ক্রিকেট নিয়ে কোনো ধারনাই নেই। কিন্তু মন্তব্য ঠিকই করে যাচ্ছে।’
ক্রিকেট নিয়ে আলোচনা হোক, বিসিবি এটা চায়। তবে তারা সোশ্যাল মিডিয়ায় সমালোচনা চায় না। পাপনের ভাষ্য, ‘আমরা এটা (সোশ্যাল মিডিয়ায় সমালোচনা) চাই না। আপনারা (সাংবাদিক) এখানে যারা আছেন, তারা প্রত্যেকেই ক্রিকেট নিয়ে অনেক জানেন। প্রায় এক্সপার্ট লেভেলের। অনেকেই আমার চেয়েও বেশি জানেন।’
বিসিবি সভাপতি কথা বলেছেন আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন ও মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়েও। তারা এখন ওয়ানডে দলের বাইরে। তবে তিনজনের বিশ্বকাপ স্কোয়াডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাপন বলেন, ‘অলরাউন্ডার চাইলে আফিফ আছে, মোসাদ্দেক আছে ও মাহমুদউল্লাহ রিয়াদও আছে। সেও বল করে দিতে পারবে। রিয়াদ ভালো বল করে, আমি দেখেছি, ঘরোয়া ক্রিকেটেও ও ভালো। পার্থক্যটা হচ্ছে শুধু ফিল্ডিংয়ে। ভালো ফিল্ডিং চাইলে এই তিনজনের মধ্যে আফিফ সবার উপরে। মোসাদ্দেকও রিয়াদের চেয়ে ভালো হতে পারে।’
ফিল্ডিংয়ের বেলায় আফিফ-মোসাদ্দেককে এগিয়ে থাকলেও অভিজ্ঞতায় এগিয়ে রিয়াদ। এ সম্পর্কে পাপন বলেন, ‘অভিজ্ঞতা অনেক গুরুত্বপূর্ণ। এখন আমরা যাদের সঙ্গে খেলছি আর বিশ্বকাপে যাদের সঙ্গে খেলব, দুটোর পরিস্থিতি কিন্তু এক না। তাই ব্যাপারটা (খেলোয়াড় বাছাই) কঠিন। আর কেউ দলে থাকলে তাকে যে খেলাতেই হবে, এই মানসিকতা থাকলে কিন্তু হবে না। বিষয়টা আমি আগেই পরিস্কার করে দিচ্ছি। এটা কোচ ও অধিনায়ক ঠিক করবে।’
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply