ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান করল লখনৌ সুপার জায়ান্টস। শুক্রবার (২৮ এপ্রিল) পাঞ্জাব কিংসের বিপক্ষে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ২৫৭ রান করেছে তারা।
আইপিএলে সর্বোচ্চ রান করার রেকর্ডটি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দখলে। ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ২৬৩ রান করেছিল তারা। আগের দ্বিতীয় সর্বোচ্চ রান করার রেকর্ডটিও বেঙ্গালুরুর। ২০১৬ সালে গুজরাট লায়ন্সের বিপক্ষে ২৪৮ রান করেছিল তারা।
মোহালিতে লোকেশ রাহুল প্রথম ওভারে প্রত্যাশিত রান তুলতে না পারলেও তা পুষিয়ে দেন আরেক ওপেনার কাইলে মেয়ার্স। পাঞ্জাবের বোলারদের তুলোধুনো করতে থাকেন ক্যারিবীয়ান এ ব্যাটার। রাহুল আউট হয়ে যান দলীয় ৪১ রানে, তখনও ব্যাটিং তাণ্ডব চালিয়ে চান মেয়ার্স। ২০ বলে অর্ধশতক পূরণ করেন তিনি।
ওয়ানডাউনে নামা আয়ুশ বাধোনিকে খেলার সুযোগই দিচ্ছিলেন না মেয়ার্স। তিনি আউট হন ব্যক্তিগত ৫৪ রানে। মাত্র ২৪ বলের ইনিংসে ৭টি চার ও ৪টি ছক্কা হাঁকান তিনি। দুজনকেই শিকার করেন কাগিসো রাবাদা। এরপর ঝড় তোলেন বাধোনি ও মার্কাস স্টোইনিস মিলে। তাদের সামনে স্যাম কুরান, সিকান্দার রাজারা যেন কোনো কুল-কিনারাই পাচ্ছিলেন না।
বাধোনি-স্টোইনিস জুটি ভাঙেন লিয়াম লিভিংস্টোন। তাকে লেগ সাইডে মারতে গিয়ে রাহুল চাহারকে ক্যাচ দেন ২৩ বছর বয়সী তরুণ। কিন্তু তাতেও থামেনি লখনৌ-ঝড়। নিকোলাস পুরান এসে দারুণ সঙ্গ দেন স্টোইনিসকে। স্টোইনিস ৪০ বলে ৭৩ রান করার পর স্যাম কুরানের বলে পরাস্ত হয়ে মাঠ ছাড়েন। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৫টি ছয়ের মার।
১৯ বলে পুরানের ইনিংস শেষ হয় ৪৫ রানে। বাকিদের মধ্যে দীপক হুদা ১১ ও ক্রুনাল পান্ডিয়া ৫ রান করেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply