বৃষ্টির কারণে বাংলাদেশের ইনিংসের খেলা চার বল আগেই শেষ হয়েছে। তাতে রেকর্ড ভাঙা হয়নি টাইগারদের। এরপর টানা দেড় ঘণ্টার বৃষ্টিতে অনেক অ্যাকশনই মিস করেছেন দর্শকরা। তবে অবশেষে বৃষ্টি থেমেছে। বাংলাদেশ সময় ৫টা ৪০ মিনিটে আবারও মাঠে গড়াবে ম্যাচ।
বৃষ্টির কারণে ম্যাচের ওভার হারিয়েছে দুদল। বাংলাদেশ ইনিংসের চার বল আগেই খেলা শেষ হওয়ার পর আয়ারল্যান্ড ব্যাটিংয়ের সুযোগ পাচ্ছে মাত্র আট ওভার। সেই ৮ ওভারে য়াইরিশদের সামনে লক্ষ্যে ১০৪ রানের।
বৃষ্টির হানার আগে লিটন-রনিদের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে ১৯ দশমিক ২ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২০৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ২১৫ রান।
আজ আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি খেলতে নেমে একটি রেকর্ডও গড়েছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ঘরের মাটিতে ম্যাচ খেলার সেঞ্চুরি করেছে টাইগাররা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ শুরু হয় ২০০৬ সাল থেকে। শুরু থেকেই বাংলাদেশ দল ক্রিকেটের ছোট এই ফরম্যাট খেলে আসছে। তবে কখনো দাপটের সাথে নিজেদের মেলে ধরতে পরেনি। তবে ক্রিকেটের মারকাটারি এই ফরম্যাটে বাংলাদেশ খেলে ফেলেছে ১৪৮ টি ম্যাচ।
একটি রেকর্ড গড়েছেন ওপেনার লিটনও। ২০ ওভারের আন্তর্জাতিক ক্যারিয়ারে দেড় হাজার রানের মাইলফলক স্পর্শ করতে এ ম্যাচে লিটনের প্রয়োজন ছিল মাত্র ১৮ রান। শুরু থেকে বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ৯ বলেই ২ চার ও এক ছক্কায় এ রান তুলে নেন লিটন।
এই রেকর্ডে তিনি ভাঙেন টি-টোয়েন্টিতে বাংলাদেশি ব্যাটারদের পক্ষে তামিম ইকবালের করা দ্রুততম দেড় হাজার রানের রেকর্ড। এ মাইলফলকে পা রাখতে লিটনের লেগেছিল ৬৮ ইনিংস। তার আগে ৭১ ইনিংসে দেড় হাজার রান করে এ রেকর্ড নিজের দখলে রেখেছিলেন তামিম। শেষ পর্যন্ত লিটনের ইনিংস থামে ২৩ বল মোকাবিলায় ৪ চার ও ৩ ছক্কার মারে ৪৭ রানে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply