বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন

হরিপুরে শতভাগ গৃহহীন ভূমিহীনমুক্ত হচ্ছে

ইউসুফ আলী
  • আপডেট : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

হরিপুর (ঠাকুরগাওঁ) প্রতিনিধি: ঠাকুরগাওঁ জেলা সদর হতে ৬০ কিঃ মিঃ দক্ষিনে হরিপুর উপজেলা । আজ সকাল ১১টায় উপজেলা হলরুমে এক প্রেস ব্রিফিংগে। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এ কে এম শরিফুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ. লীগ সভাপতি মোঃ জিয়াউল হাসান (মুকুল), বীর মুক্তিযুদ্ধা কমান্ডার নগেন কুমার পাল।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের হাত ধরে ১৯৭২ সালে সর্বপ্রথম ভূমিহীন গৃহহীন ও অসহায় ছিন্নমূল মানুষের পূর্নবাসন কার্যক্রম শুরু হয় । এরই ধারা বাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘আন্তর্ভুক্তিমূলক উননয়নের মডেল সামনে এনে সারাদেশের গৃহহীন ও ভুমিহীন মনুষকে পুর্নবাসনের লক্ষে আশ্রয়ন প্রকল্প গ্রহণ করেন । এই প্রকল্পের আওতায় হরিপুর উপজেলায় প্রথম পর্যায়ে ৫৩৬টি, দ্বিয় পর্যায়ে ৪০০টি, তৃতীয় পর্যায়ে ৩৮০টি, ঘর নিরমিত হয়।

আশ্রয়ন প্রক্লপের প্রত্যেক উপকার ভোগীকে ৪০০ বর্গ ফুট আয়তনের দুই কক্ষ বিশিট সেমি পাকা একক ঘর প্রদান করা হয়েছে । প্রত্যেকটি ঘরে সুপরিসরদুটি কক্ষের সামনে টানা বারান্দা পিছনে রয়েছে রান্না ঘর । স্বাস্থ্যম্মত স্যানিটারি ল্যাট্রিন। প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগ সুপেয় পানির ব্যাবস্থা করা হয়েছে। ১৭টি সমবায় সমিতি গঠিত হয়েছে, ১৮৫টি নলকুপ বসানো হয়েছে আরো ৮৫টি নলকুপের বরাদ্ধ পাওয়া গেছে । এই প্রক্লপের আওতায় ১নং গেদুড়া ইউনিয়নে ২২৬টি, ২নং আমগাঁও ইউনিয়নে১৩২টি,৩নং বকুয়া ইউনিয়নে ১৩৮টি, ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নে ৫৯টি,৫নং হরিপুর ইউনিয়নে ৫৫৮টি, ৬নং ভাতুরিয়া ইউনিয়নে২০৩টি, ঘর নির্মান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS