ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে ৩-০ তে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যায় এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা জানান।
এর আগে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শেষ টি-টোয়েন্টি ম্যাচে ইংলিশদের ১৬ রানে হারিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের দেয়া ১৫৯ রানের জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ইংলিশদের ইনিংস থেমেছে ১৪২ রানে। মালান ৪৭ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫৩ রান করেন। অন্যদিকে বাটলার আউট হন ৩১ বলে ৪ চার ও এক ছক্কার মারে ৪০ রানের ইনিংস খেলে।
হোয়াইটওয়াশের মিশনে এদিন প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে নির্ধারিত ওভার শেষে ১৫৮ রান সংগ্রহ করে টাইগাররা। লিটন খেলেন ক্যারিয়ার সেরা ৭৩ রানের ইনিংস। ৪৭ রানে অপরাজিত থাকেন নাজমুল হোসেন শান্ত।
এর আগে প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের জয় যথাক্রমে ৬ ও ৪ উইকেটে। তবে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply