নিজস্ব প্রতিবেদকঃ দিনাজপুরের ঘোড়াঘাটে চাঞ্চল্যকর জোড়া খুনের ২৪ দিন পর মামলার প্রধান আসামি মনিরুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে কুড়িগ্রামের রাজিপুর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মনিরুল ইসলাম দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার খোদাতপুর গ্রামের ওমর আলীর ছেলে।
রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে র্যাব-১৩-এর অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।
কমান্ডার আরাফাত জানান, জোড়া খুনের ঘটনার পর মূল হত্যাকারী মনিরুল ইসলাম আত্মগোপনে চলে যান। বিভিন্ন তথ্য-প্রযুক্তির সহায়তায় শনিবার কুড়িগ্রামের রাজিপুর উপজেলায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এ মামলায় এখন পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি ঘোড়াঘাটের খোদাতপুর গ্রামে জমি নিয়ে বিরোধে মনিরুল ইসলামের নেতৃত্বে হামলায় প্রাণ হারায়ন ঘোড়াঘাট উপজেলার খোদাতপুর গ্রামের হায়দার আলীর ছেলে মনোয়ার হোসেন মিম ও তার ভাতিজা রাকিব হোসেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply