নিজস্ব প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা বিআরটি এর মেকানিক্যাল এসিস্ট্যান্ট ওবাইদুর রহমানের বিরুদ্ধে অসংখ্য ভুয়া ড্রাইভিং লাইসেন্স দেওয়া সহ নানা অভিযোগ ও সাংবাদিকদের উপর হামলার ঘটনায় বিআরটিএ কর্মকর্তা ওবাইদুর রহমান বদলি ও ঘটনার তদন্ত করেছে খুলনা বিভাগীয় বিআরটি এর পরিচালক (ইঞ্জিঃ চঃদাঃ) মোঃ মাসুদ আলম, জানা গেছে গত ২৩ জানুয়ারি চুয়াডাঙ্গা বিআরটিএ অফিসে সংবাদ সংগ্রহের সময় দৈনিক আমার সংবাদ ও দ্যা ডেইলি পোষ্টের রিপোর্টার মোঃ আব্দুল্লাহ হক ও দৈনিক বাংলাদেশ সমাচার এর জেলা প্রতিনিধি মোঃ সনজু আহমেদ এর উপর হামলা করেন চুয়াডাঙ্গা বিআরটিএ অফিসের মেকানিক্যাল এসিস্ট্যান্ট ওবাইদুর রহমান, দৈনিক আমার সংবাদ ও দ্যা ডেইলি পোষ্ট সহ কয়েকটি গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর ২৬ জানুয়ারি বিআরটিএর উপ-পরিচালক (প্রশাসন) উপসচিব আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে চুয়াডাঙ্গা বিআরটিএ অফিসের মেকানিক্যাল এসিস্ট্যান্ট ওবাইদুর রহমান কে সাতক্ষীরা বিআরটিএ অফিসে বদলির আদেশ দেয় পরবর্তীতে আজ ১৪ ফ্রেব্রুয়ারি মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা বিআরটিএ অফিসে ঘটনার তদন্তে আসে খুলনা বিভাগীয় বিআরটি এর পরিচালক (ইঞ্জিঃ চঃদাঃ) মোঃ মাসুদ আলম, তিনি জানান উভয় পক্ষের লিখিত অভিযোগ নেওয়া হয়েছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply