সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবারবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭২টির বা ৪৫.২৬ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে আরএকে সিরামিকসের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস বুধবার আরএকে সিরামিকসের ক্লোজিং দর ছিল ৫৮ টাকা ৯০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৫৫ টাকা ১০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৮০ পয়সা বা ৬.৪৫ শতাংশ কমেছে। এর মাধ্যমে আরএকে সিরামিকসের ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর ফারইস্ট লাইফের ৫.৫৪ শতাংশ, বিআইএফসির ৪.৩৪ শতাংশ, প্রাইম লাইফের ৩.৯৯ শতাংশ, রিংশাইন টেক্সটাইলের ৩.৬৬ শতাংশ, সাভার রিফ্যঅক্টরিজের ৩.৫২ শতাংশ, এএমসিএল প্রাণের ৩.৩০ শতাংশ, শা-শা ডেনিমের ৩.২৭ শতাংশ, প্রগ্রেসিভ লাইফের ৩.১৯ শতাংশ এবং এপেক্স ফুটওয়্যারের ৩.১৯ শতাংশ দর কমেছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply