নিজস্ব প্রতিনিধিঃ উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মাওঃ মোঃ আব্দুল হামিদ খান, কেন্দ্রীয় সভাপতি অত্র সোসাইটি। মূখ্য আলোচক জনাব মাও: মোঃ হাফিজুর রহমান, কেন্দ্রীয় সহ-সভাপতি, সুপার কন্দর্পপুর ডিএস দাখিল মাদ্রাসা, দিনাজপুর। আলোচক হিসেবে ছিলেন জনাব মোঃ দুরুল হুদা, কেন্দ্রীয় মহাসচিব, বনগ্রাম দাখিল মাদ্রাসা, মুকসুদপুর গোপালগঞ্জ। ৰক্তব্য দেন- জনাব মাওঃ মোঃ নজরুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, নওগাঁ নামাজগড় কামিল মাদ্রাসা, নওগাঁ সদর।
আরো কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ নিম্নেবর্ণিত ৬ দফা দাবির উপরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেনঃ-
১। সকল ইবতেদায়ী মাদ্রাসা (১ম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত)শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত করণ অথবা পৃথক ইবতেদায়ী অধিদপ্তরের ব্যবস্থা করা হোক।
২। প্রাথমিক বিদ্যালয়ের নাম ইবতেদায়ী সমমান মাদ্রাসার সকল বৈষম্য যেমনঃ বেতন, বোনাস, উৎসব ভাতা, প্রশিক্ষ ভৌত অবকাঠামো, উপবৃত্তি, কন্টিতেগী, ফিডিং ও টিফিন সহ ইত্যাদি সুযোগ সুবিধাদি প্রদান করতে হবে।
৩। সকল কোড বিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার অনতিবিলমে কোড, নবায়ান ও রেজিস্টেশন প্রদানের ব্যবস্থা করতে হবে।
৪। সকল সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষকের শূণ্য পদে নিয়োগ দানের চূড়ান্ত ব্যবস্থা অনতিবিলম্বে সম্পূর্ণ করতে হবে।
৫। সকল ইবতেদায়ী প্রধান ও সহকারী শিক্ষকদের নীতিমালার আলোকে অভিজ্ঞতা অনুযারা জাতীয় বেতন স্কেল যথাক্রমে পধানদের দশম ও নরম এবং সহকারীদের ১৩ ও ১২ গ্রেট প্রধান করতে হবে।
৬ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রতিযোগীতায় ইবতেদায়ী স্তরের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করতে হবে।
বাংলাদেশ স্বতন্ত্র ও সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক সোসাইটি কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিভাগ।
-এম এস আই
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply