জিয়াউল হাসান সিদ্দিকী আবারও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।
রোববার তার পুনর্নিয়োগের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি চেয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ স্মারক জারি করে।
এতে বলা হয়, ‘জিয়াউল হাসান সিদ্দিকীকে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে আরও তিন বছর মেয়াদে পুনরায় নিয়োগের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হলো।’
এর আগে, জিয়াউল হাসান সিদ্দিকী ২০১৯ সালে প্রথমবার সোনালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। অর্থাৎ তিনি টানা দ্বিতীয়বার একই পদে নিয়োগ পেলেন। তিনি ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply