রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। গতকাল বৃহস্পতিবার মস্কোতে বৈঠক শেষে সাংবাদিকদের জোকো উইদোদো বলেন, ‘রাশিয়ার সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত রাখবে ইন্দোনেশিয়া।’
এক প্রতিবেদনে আজ শুক্রবার এ তথ্য জানায় আল জাজিরা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে যে সংঘাত চলছে সেটি নিরসনে শান্তিপূর্ণ সমাধানের দিকে অগ্রসর হওয়া গুরুত্বপূর্ণ।
এর আগে গত বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন জোকো উইদোদো।
উল্লেখ্য, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো জি-২০ জোটের বর্তমান চেয়ারম্যান। আগামী নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলন হবে। এ সম্মেলনে রাশিয়া এবং ইউক্রেন দুই দেশের প্রেসিডেন্টকেই আমন্ত্রণ জানিয়েছেন জোকো উইদোদো।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply