মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গায় রোগী বহনকারী ইজিবাইক চালককে মারধর- থানায় অভিযোগ ইসলামী ব্যাংকের ২ দিনব্যাপী বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত নিউইয়‌র্কে বাংলাদেশীদের পিঠা উৎসব অনুষ্ঠিত ২০২৫ সালে গুরুত্বপূর্ণ আর্থিক মাইলফলক অর্জন করলো কমিউনিটি ব্যাংক ময়মনসিংহে শিক্ষা সপ্তাহ পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কৃষক-দিনমজুরকে ব্যবসায়ী দেখিয়ে ৪৬ কোটি টাকা আত্মসাৎ, রনিসহ ৯৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা সমতা লেদারের আর্থিক হিসাবে বড় অসংগতি, মজুত ও পাওনা নিয়ে নিরীক্ষকের প্রশ্ন নলতায় দরিদ্রদের মাঝে উন্নতমানের কম্বল বিতরণ ঠাকুরগাঁও-৩ আসনের বিএনপি’র প্রার্থী জাহিদুর রহমান জাহিদের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা মালদ্বীপে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন বাংলাদেশি চিকিৎসকরা : হাইকমিশনার

গুচ্ছ ভর্তি পরীক্ষায় আবেদন পড়েছে প্রায় ৩ লাখ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ১৭৫ Time View

২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন শেষ হয়েছে। এ বছর গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন করেছেন ২ লাখ ৯২ হাজার শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করে গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির যুগ্ম আহ্বায়ক ও চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার বলেন, ‘আমাদের আবেদনের সময় শেষ হয়েছে। মোট ২ লাখ ৯২ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন। যার মধ্যে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ১ লাখ ৬০ হাজার, মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৯০ হাজার ও ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ৪২ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন।

উল্লেখ্য, আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের পরীক্ষা। এরপর ১৩ ও ২০ আগস্ট যথাক্রমে ‘বি’ ইউনিট ও ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিস্তারিত তথ্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট (www.gstadmission.ac.bd)-এ পাওয়া যাবে। বাংলাদেশের ১০টি সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয় ও ১২টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয়; বরিশাল বিশ্ববিদ্যালয়; বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর; শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা; জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়; রবীন্দ্র বিশ্ববিদ্যালয়; ইসলামী বিশ্ববিদ্যালয়; খুলনা বিশ্ববিদ্যালয়; কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় (নতুন)।

গুচ্ছ পদ্ধতির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো হলো- হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নতুন)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS