রুশ সেনারা ইউক্রেনের দোনবাস অঞ্চলের লিমান শহরটি পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত কয়েকদিনের লড়াই শেষে রুশ সেনা ও রুশপন্থি গেরিলারা শহরটি দখলে নিতে সক্ষম হয়।
শহরটি বর্তমানে রুশ সেনারা এবং ওই অঞ্চলের রুশপন্থি যোদ্ধারা নিয়ন্ত্রণ করছে। লিমান শহরটি ‘রেলওয়ে হাব’ হিসেবে পরিচিত। খবর- পার্সটুডের
ইউক্রেনের দোনেস্ক ও লুহানস্ক অঞ্চল নিয়ে দোনবাস অঞ্চল গঠিত। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর আগে থেকেই এই দুই অঞ্চলের বেশিরভাগ এলাকাতেই রুশপন্থি স্বাধীনতাকামীদের নিয়ন্ত্রণ ছিল। এখন রাশিয়া যে এলাকাগুলো নিয়ন্ত্রণ নিতে চাইছে লিমান শহর তারই একটি।
ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং তার আশপাশে বেশকিছু দিন অভিযান চালিয়ে এখন তারা দোনবাস এলাকায় নজর দিয়েছে।
রাশিয়া বলে আসছে- ইউক্রেনকে নিরস্ত্র ও রুশ ভাষাভাষী নাগরিকদের জাতীয়তাবাদীদের হুমকি থেকে মুক্ত করার লক্ষ্য নিয়ে বিশেষ সামরিক অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে ইউক্রেন ও পশ্চিমা মিত্ররা বলছে, রাশিয়ার এ দাবি মিথ্যা বরং তারা হামলার অজুহাত হিসেবে মস্কো এসব কথা বলছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply