
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বাসট্যান্ড এলাকায় ওভারব্রিজে অবৈধভাবে পরিচালিত দোকানপাট অপসারনে আজ ১৭ডিসেম্বর বুধবার এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ওভারব্রিজ থেকে তাৎক্ষণিক দোকানসমূহ অপসারণ করা হয় ও আইন লঙ্ঘন করায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর আওতায় এবং পরবর্তীতে সড়কে অবৈধ পার্কিং এর জন্য একটি বাসের ড্রাইভারকে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আওতায় মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৭ টি মামলায় ৬৫০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার, ত্রিশাল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী নেতৃত্বে মোবাইল কোট অভিযান পরিচালিত হয়। এ অভিযানে আইনগত সহায়তা করেন ত্রিশাল থানার পুলিশ সদস্যবৃন্দ এবং অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
জনস্বার্থে উপজেলা প্রশাসন, ত্রিশালে এসব অভিযান অব্যাহত থাকবে উপজেলা নির্বাহী র্কমকর্তা অভিযান কালে জানান।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply