দিল্লিতে অনুষ্ঠেয় ভারত-বাংলাদেশ যৌথ কনসালটেটিভ কমিশনের (জেসিসি) বৈঠক স্থগিত করা হয়েছে।
আসামের রাজধানী গোয়াহাটিতে শনিবার (২৮ মে) ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের পার্শ্ববৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।
তবে, জুনের তৃতীয় সপ্তাহে এই বৈঠক হতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। তিনি বলেন, ‘আরও সময় নিয়ে বৈঠকের প্রস্তুতি নিতে চায় দুই দেশ, তবে শিগগিরই নতুন তারিখ ঘোষণা করা হবে।’
আগামী সোমবার নয়াদিল্লিতে জেসিসি বৈঠক হওয়ার কথা ছিল। দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক দিক নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল এ সভায়। একইসঙ্গে আশা করা হচ্ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফরের বিষয়টিও চূড়ান্ত হবে এ সভা থেকে।
ওই বৈঠকের প্রস্তুতি নিয়ে প্রতিনিধি দলসহ শুক্রবার ঢাকা ছাড়েন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। এরইমধ্যে তা পেছানোর সিদ্ধান্ত এলো। পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে গৌহাটিতে নদী বিষয়ক বৈঠকে রয়েছেন।
এর আগে, শুক্রবার আসামে পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী মোমেন। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠকে বাংলাদেশ, আসাম ও ভারতের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন হিমন্ত ও মোমেন।
প্রসঙ্গত, ২০১২ সালে নয়াদিল্লিতে প্রথম জেসিসি বৈঠকে বসে বাংলাদেশ-ভারত। গত ১০ বছরে মোট ছয়বার জেসিসি বৈঠক হয়। সর্বশেষ ২০২০ সালে করোনা মহামারির মধ্যে ঢাকার নেতৃত্বে জেসিসি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। এরপর দুই দেশে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সপ্তম জেসিসি বৈঠক নিয়ে বার বার অনিশ্চয়তা দেখা যায়। প্রায় ১৮ মাস পরে সপ্তম বারের মতো বৈঠকে বসার সিদ্ধান্ত চূড়ান্ত হয়, এখন আবার তা পিছিয়েও গেল।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply