ইমরান আল মাহমুদ,উখিয়া:কক্সবাজারের উখিয়ার সীমান্ত এলাকা পালংখালীতে অভিযান চালিয়ে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(৩৪ বিজিবি) সদস্যরা। এসময় কাউকে গ্রেফতার করতে পারেনি বিজিবি।
অভিযানের সত্যতা নিশ্চিত করেন কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হোসাইন কবির। গণমাধ্যমকে তিনি জানান, রবিবার(২২ মে) রাত ২টায় গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপি’র সদস্যরা কাষ্টম মোড় নামক স্থানে চোরাকারবারিদের ইয়াবা পাচার রোধে ফাঁদ পেতে থাকে।
এক পর্যায়ে মাদককারবারিরা পাঁয়ে হেঁটে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে টহলরত বিজিবি সদস্যদের লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণ করে। বিজিবি সদস্যরাও চোরাকারবারিদের উদ্দেশ্যে আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। গুলিবর্ষণের এক পর্যায়ে গ্রেফতার হওয়ার সম্ভাবনা টের পেয়ে চোরাকারবারিরা ব্যাগ ফেলে মায়ানমারের দিকে পালিয়ে যায়।
এসময় ব্যাগ তল্লাশি করে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান তিনি।
বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্তে মাদক পাচার রোধে বিজিবি সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে। কক্সবাজার ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় গত ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১১৪ কোটি ৫৫ লাখ ৪০ হাজার ১০০ টাকা মূল্যমানের ৩৮ লাখ ১৮ হাজার ৪৬৭ পিস বার্মিজ ইয়াবা এবং ৭০ কোটি ১০ লাখ টাকা মূল্যমানের ১৪ কেজি ২০ গ্রাম ক্রিস্টাল মেথসহ আইস সহ সর্বমোট ১৮৪ কোটি ৬৫ লাখ ৪০ হাজার ১০০ টাকা মূল্যমানের মাদকদ্রব্য এবং ৫২ জনকে আটক করতে সক্ষম হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply