
মামুন মোল্যা, নড়াইল প্রতিনিধি: নড়াইল-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সারের নির্বাচনী প্রচার মিছিলের পূর্বে কালিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার সকালে এক পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে দশটায় শুরু হওয়া এ সমাবেশে দলীয় নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। মাঠের চারদিকজুড়ে হাজার হাজার মানুষের সমাগমে সমাবেশটি কালিয়া উপজেলার অন্যতম বৃহৎ গণসমাবেশে পরিণত হয়।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মাহফুজুর রহমান, মহানগর আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, খুলনা। তিনি বলেন, “উন্নয়নকে টেকসই করতে হলে সৎ ও আমানতদার নেতৃত্ব প্রয়োজন। দাঁড়িপাল্লা শুধু একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচার, স্বচ্ছতা ও জনগণের অধিকারের প্রতিচ্ছবি।” তিনি উপস্থিত জনতাকে উন্নয়নমুখী নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানান।
বিশেষ বক্তা ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার বলেন, “একটি দুর্নীতিমুক্ত, বিচ্ছিন্নতাহীন ও আধুনিক নড়াইল গড়াই আমাদের লক্ষ্য। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, অবকাঠামো উন্নয়ন এবং বেকারত্ব সমস্যা সমাধানে বাস্তবসম্মত পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। জনগণ সুযোগ পেলে এগুলো বাস্তবায়নের মাধ্যমে নড়াইলকে সামনে এগিয়ে নেওয়া হবে।” তিনি বলেন, নির্বাচিত হলে জনগণের পাশে থেকে সেবা দেওয়া হবে তাঁর অঙ্গীকার।
সমাবেশের সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা পরিষদের পরিচালক মাওলানা তরিকুল ইসলাম। তিনি বলেন, “এই নির্বাচন শুধু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নয়; এটি পরিবর্তন, দায়িত্বশীলতা ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। সুশাসন ও উন্নয়নের ধারাবাহিকতা নিশ্চিত করতে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন।”
সমাবেশ পরিচালনা করেন মাওলানা মোঃ আলমগীর হুসাইন, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কালিয়া উপজেলা।
এছাড়াও উপস্থিত ছিলেন—কালিয়া উপজেলার শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি বায়জিদ হুসাইন, উপজেলার শুরা ও কর্মপরিষদ সদস্য ও ওলামা বিভাগের সভাপতি মোঃ দবিরউদ্দিন, পৌর আমির মাওলানা মোঃ নওশের আলী।
এ ছাড়া উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের অসংখ্য নেতৃবৃন্দ সমাবেশে যোগ দেন।
বক্তারা একযোগে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে নড়াইল-১ আসনে পরিবর্তন, সুশাসন ও ন্যায় প্রতিষ্ঠার বিজয় নিশ্চিত করার আহ্বান জানান। তাদের ভাষ্যমতে, জনগণ অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার সৎ ও দায়িত্বশীল নেতৃত্বকে বেছে নেবেন।
সমাবেশ শেষে বিশাল প্রচার মিছিল কালিয়া বাজার, প্রধান সড়ক, বাসস্ট্যান্ড এলাকা ও পার্শ্ববর্তী গ্রামগুলো প্রদক্ষিণ করে। মিছিলে হাজারো মানুষের অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
বিভিন্ন ইউনিয়ন থেকে শ’খানেক মিছিল এসে সমাবেশস্থলে জমায়েত হয়। সকাল থেকেই মানুষের ঢল নামতে থাকে। ব্যানার–ফেস্টুন, স্লোগান ও উচ্ছ্বাসে পুরো মাঠ আলোকিত হয়ে ওঠে।
নেতৃবৃন্দ জানান, এ জনসমাগম প্রমাণ করেছে—নড়াইল-১ আসনে পরিবর্তন আজ সময়ের দাবি। জনগণ এবার দাঁড়িপাল্লায় আস্থা রেখেই ন্যায়, উন্নয়ন ও দায়িত্বশীল নেতৃত্বের পথে এগিয়ে যাবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply