
মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা–১ আসনের ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ বৃহস্পতিবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ শুরু করেছেন।
পাঁচকমলাপুর দারুল উলুম কওমিয়া মাদ্রাসায় দোয়া মাহফিল ও বাবা–মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণার সূচনা করেন তিনি। পরে নেতাকর্মীদের মাঝে লিফলেট বিতরণ করে এলাকায় গণসংযোগে নামেন শরিফুজ্জামান শরীফ।
এরপর আলমডাঙ্গার ফুটবল মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও শালীন আচরণের মাধ্যমে প্রচারণা চালানোর আহ্বান জানান।
নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন সিঙ্গাপুর প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সাইদুজ্জামান টরিক (সিআইপি), বিশিষ্ট ব্যবসায়ী আরিফ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, বিএনপি নেতা রেজাউল করিম মুকুট, খন্দকার আব্দুল জব্বার সোনা, অ্যাডভোকেট আসম আব্দুর রউফ, আব্দুল কালাম আজাদ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা, সাবেক আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি কাউনাইন টিলু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম রতন, আলমডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ সাইফুল ইসলাম, জেহালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসিরুল ইসলাম সেলিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা।
নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো কর্মসূচি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। নেতারা আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন নির্বাচনে চুয়াডাঙ্গা–১ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply