শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০২:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বিশ্ব পথশিশু দিবস উদযাপন করলো “মানবতার জন্য সংস্থা” কুলিয়ারচরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কুলিয়ারচর উপজেলা শাখার সমন্বয় কমিটি ঘোষণা আমরা ধর্ম নিয়ে কোনো রাজনীতি করি না: বিজিএমইএ সভাপতি বাবু খান ভৈরবে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে মতবিনিময় মাধবপুরে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় জিরা ও ফুচকাসহ ট্রাক জব্দ হবিগঞ্জ আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০ জন ভৈরবে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে শরিফুল আলম চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু চুয়াডাঙ্গার জীবননগরে সীমান্ত থেকে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেলো বিএসএফ তীব্র গরম ও রোদে পুড়ছে সিলেট

বিশ্ব পথশিশু দিবস উদযাপন করলো “মানবতার জন্য সংস্থা”

মোঃ আব্দুল্লাহ হক
  • আপডেট : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের.৬২ নং আড়িয়া গ্রামের মানবতার জন্য সংস্থার নিজ কার্যালয়ে পথশিশু দিবস উপলক্ষে প্রীতিভোজ, ব্লাডগ্রুপিং, ক্রীড়া ও সাংস্কৃতিক, শিক্ষা সামগ্রী এবং পুরুষ্কার বিতরন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন আক্কাস লেক ভিউ পার্ক এন্ড রিসোর্ট এর পরিচালক জনাব নুরে ই আলম রাহুল
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন বিশ্ব পথশিশু দিবস এটি মূলত সমাজের বঞ্চিত বাচ্চাদের নিয়ে দিনটি অনেক সুন্দর, আমি উদাত্ত আহ্বান করবো সমাজের বিত্তবানশালীদের পথশিশুদের বঞ্চিত মনে না করে আর ১০ টা শিশুর মতো আচারণ করতে।
” মানবতার জন্য সংস্থার প্রতিষ্ঠাতা শাহিন সরকার বলেন বাংলাদেশের ও হাজার হাজার পথশিশু রয়েছে তাদের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্য জনসচেতনতামূলক প্রচারণা করতে আমাদের এই আয়োজন।
কিন্তু আমাদের গ্রামে পথশিশু না থাকার কারনে আমরা তিতুদহ ইউনিয়ন, গড়াইটুপি ইউনিয়ন, বেগমপুর ইউনিয়ন মাদ্রাসার বড়শলুয়া মাদ্রাসা, তিতুদহ মাদ্রাসা, সড়াবাড়িয়া মাদ্রাসা, বেগমপুর মাদ্রাসা, যদুপুর মাদ্রাসা, গিরীশনগর মাদ্রাসা প্রায় শতাধিক এতিম শিশুদের নিয়ে এই পথশিশু দিবস উপলক্ষে এই আয়োজন করা হয়৷
এই অনুষ্ঠানে ছিলো একবেলা আহার, ব্লাড গ্রুপিং, ক্রীড়া ও সাংস্কৃতিক, শিক্ষা সামগ্রী বিতরন গত বছরের ন্যায় এই দিনটি ছিলো অত্যান্ত আনন্দায়ক ও পথশিশুূের অধিকার আদায়ের একটা গুরুত্বপূর্ণ ম্যাসেজ।
সভাপতিত্বের বক্তব্য আঃমান্নান বলেন আমরা শতাধিক এতিম শিশু একসাথে পেয়ে আমরা অত্যান্ত আনন্দায়ক, “মানবতার জন্য” সংস্থা পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংস্থা হওয়ার সত্বেও পাশাপাশি সামাজিক, মানবিক করে যাচ্ছে। তিতুদহ ইউনিয়ন সহ
চুয়াডাঙ্গা জেলাব্যাপী কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত রাজন মিয়া বলেন;দে-শ ও দেশের সরকারকে এগিয়ে আসতে হবে পথশিশুদের অধিকার আদায়ের নিশ্চিত করতে। এদের মৌলিক অধিকার নিশ্চিত করে দেশের সম্পদে রুপান্তর করতে হবে।
এসময় উপস্হিত ছিলেন সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ,সমাজকল্যান বিষয়ক সম্পাদক সেলিম রেজা, প্রচার বিষয়ক সম্পাদক সুলতান সরকার, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক ঝন্টু, মুন্জরুল, রাহীম, রানা, মহিরুল, মো: বিপুল , সেলিম রেজা, রাজন মিয়া, মাহাবুব হাসান, আক্তারুজ্জামান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS