বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৩:১৩ অপরাহ্ন

চুয়াডাঙ্গা ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার: গ্রেফতার ১

মোঃ আব্দুল্লাহ হক
  • আপডেট : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় জেলা গোয়েন্দা শাখা ডিবির অভিযানে  ৫,৭০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ নাজমুল হোসাইন (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৭ লক্ষ ১০ হাজার টাকা।
শুক্রবার ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে দশটার সময় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল চুয়াডাঙ্গা সদর থানাধীন জোয়ার্দ্দারপাড়াস্থ এজেআর পার্সেল এ্যান্ড কুরিয়ার সার্ভিস লিঃ-এর সামনে অভিযান চালায় ডিবি ।
এসময় মাদককারবারী নাজমুল হোসাইন চুয়াডাঙ্গা শহরের একাডেমী মোড় থেকে বড়বাজার আসার পথে ডিবি পুলিশের হাতে ধরা পড়েন। গ্রেফতারকৃত মোঃ নাজমুল হোসাইন দামুড়হুদা থানার রামনগর ক্লাবমোড়ের মৃত মানোয়ার হোসেনের ছেলে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য  আসামীর ডান হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে খাকি রংয়ের কসটেপ দিয়ে মোড়ানো ৩০টি প্যাকেটে মোট ৫,৭০০ পিস (প্রতি প্যাকেটে ১৯০ পিস) নীল রংয়ের প্লাস্টিকের জিপারে রাখা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে নাজমুল হোসাইনের অপর এক সহযোগী অবশ্য ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত এবং পলাতক আসামীর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের বলেন মাদক ও চোরাচালান বিরোধী এই অভিযান চুয়াডাঙ্গা জেলাজুড়ে অব্যাহত আছে এবং নিয়মিত পরিচালিত হচ্ছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে জেলা পুলিশের সব ইউনিট যখন একযোগে অভিযান চালাচ্ছে, ঠিক তখনই বড় সাফল্য পেল।
ডিবি’র এই মাদকবিরোধী অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) জুম্মান খান, এবং তার সঙ্গে ছিলেন এসআই (নিঃ)/মোঃ নাহিরুল ইসলাম, এসআই (নিঃ)/মুহিদ হাসান, এএসআই (নিঃ)/ মোঃ মোত্তালেব হোসেন, ও এএসআই (নিঃ)/ আবু আল ইমরান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS