
মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারপাড়ায় পুলিশের এক ঝটিকা অভিযানে ৫ কেজি ২০০ গ্রাম রুপার গহনাসহ সাথী পরিবহনের সুপারভাইজার মুলতান (৫৫) কে আটক করেছে দামুড়হুদা মডেল থানা ও কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির যৌথ বাহিনী।
মুলতান স্থানীয় বজলুর রশিদের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ রুপার গহনা জব্দ করা হয়।
ঘটনাটি নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির, তিনি আরো জানান”মুলতানকে আটক করে থানায় নেওয়া হয়েছে এবং বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।”
স্থানীয়দের মধ্যে এই ঘটনার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Leave a Reply