মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: দামুড়হুদায় এক হৃদয়বিদারক ও ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, যা স্থানীয়দের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। সুদের ১৫ হাজার টাকা পরিশোধ না করায় এক মৃত ব্যক্তির মরদেহ দাফনের অনুমতি দিতে অস্বীকৃতি জানান এক পাওনাদার। পরে সেই টাকা আদায়ের পরই কেবল দাফন সম্পন্ন হয়।
ঘটনাটি ঘটে দামুড়হুদা উপজেলার নতুনপাড়া গ্রামে। স্থানীয় রাজমিস্ত্রী হারুন (৪৫) গত শনিবার (২০ সেপ্টেম্বর) মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে আকস্মিক স্ট্রোক করে মারা যান। পরদিন রোববার (২১ সেপ্টেম্বর) আসরের নামাজের পর তার মরদেহ দাফনের প্রস্তুতি চলছিল। এ সময় প্রতিবেশী মর্জিনা খাতুন নামের এক নারী হারুনের কাছে পাওনা ১৫ হাজার টাকা সুদের কথা বলে দাফনে বাধা দেন।
মর্জিনা খাতুন সরাসরি জানিয়ে দেন যে, তার টাকা পরিশোধ না করা পর্যন্ত মরদেহ দাফন করতে দেওয়া হবে না। এ ঘটনায় শোকাহত পরিবারটি একদিকে যেমন প্রিয়জনের মৃত্যুশোকে কাতর ছিল, তেমনি অন্যদিকে টাকার জন্য তাদের বিতর্কে জড়াতে হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই অমানবিক পরিস্থিতি সবাইকে স্তম্ভিত করে দেয়। অবশেষে, বাধ্য হয়ে হারুনের পরিবার মর্জিনা খাতুনকে সুদের টাকা পরিশোধ করে। টাকা হাতে পেয়ে স্থানীয়দের তীব্র ক্ষোভ ও জনরোষের মুখে মর্জিনা ঘটনাস্থল থেকে দ্রুত সরে পড়েন।
ইতিমধ্যে, এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র নিন্দার ঝড় ওঠে। অনেকেই এই ঘটনাকে মানবিকতার চরম লঙ্ঘন এবং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী বলে মন্তব্য করেছেন।
Leave a Reply