১৯৮৯-২০২৫, দীর্ঘ ছত্রিশ বছরের রাজনৈতিক যাত্রা। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের বিকাশের এক গুরুত্বপূর্ণ সময়ের আবির্ভাব ঘটে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি–এনডিপির জন্মের মাধ্যমে। সময়টা ছিল ১৯৮৯ সালের ১০ সেপ্টেম্বর, দেশপ্রেমিক জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধকে ধারণ করে ন্যায় বিচার, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার প্রত্যয়ে এনডিপির আত্মপ্রকাশ ঘটে।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আনোয়ার জাহিদ ও প্রতিষ্ঠাতা মহাসচিব শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীসহ বহু পরীক্ষিত নেতৃত্বের হাত ধরে এনডিপির যাত্রা শুরু হয়। শুরু থেকেই দলটি গণমানুষের অধিকার, শ্রমিক শ্রেণির দাবি, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম করে এসেছে। সময়ের প্রয়োজনে নেতৃত্বে পরিবর্তন এসেছে, কিন্তু আদর্শ থেকে দল কখনো সরে যায়নি।
বর্তমান চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, একজন বীর মুক্তিযোদ্ধা, সাবেক জাসদ ছাত্রনেতা ও কারা নির্যাতিত ব্যক্তিত্ব, তিন দশকেরও বেশি সময় ধরে দলকে কালিমার হাত থেকে রক্ষা করে সুসংগঠিত করেছেন। তাঁর পাশে আছেন মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, যিনি তৃণমূল থেকে উঠে আসা একসময়ের ছাত্রনেতা, কারা নির্যাতিত মানবাধিকার সংগঠক এবং রাজনীতির মাঠে দৃঢ় কণ্ঠস্বর।
৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এনডিপি প্রথমেই শ্রদ্ধাভরে স্মরণ করছে দলের প্রয়াত নেতৃবৃন্দকে—প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার জাহিদ, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী, আলমগীর মজুমদারসহ সকল প্রয়াত নেতা-কর্মীদের। পাশাপাশি ১৯৫২-এর ভাষা শহীদ, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের শহীদ, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, সাংবাদিক মেহেদী হাসানসহ সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। আহতদের দ্রুত সুস্থতা ও উন্নত চিকিৎসার দাবি জানায় এনডিপি।
এনডিপি তার ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এমন এক সময় প্রবেশ করছে, যখন বাংলাদেশ ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে দেশ চলছে, নোবেল বিজয়ী প্রফেসর ড. ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এনডিপি বিশ্বাস করে—রাষ্ট্র ও সংবিধান সংস্কার ছাড়া দেশের গণতন্ত্র টেকসই হবে না। ইতোমধ্যে গুম তদন্ত কমিশন গঠন ও জাতিসংঘ সনদে স্বাক্ষর গণতান্ত্রিক রাজনীতিতে ইতিবাচক মাইলফলক হিসেবে উল্লেখযোগ্য।
৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এনডিপি গ্রহণ করেছে নানান কর্মসূচি:
আগামীকাল ১০ সেপ্টেম্বর বুধবার সকাল ৭টা: জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন
বেলা ১২টা: আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠান, স্থান—আনোয়ার জাহিদ মিলনায়তন, ১১৬/২ নয়াপল্টন, বক্স কালভার্ট রোড, ঢাকা
সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আলোকসজ্জা
আলোচনা সভার সভাপতিত্ব করবেন এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, সঞ্চালনায় থাকবেন মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা। উপস্থিত থাকবেন প্রেসিডিয়াম সদস্য নাজমুন নাহার মিনতি, এডভোকেট ফরিদ উদ্দিন ভূঁইয়া, অনামিকা আজমী, ভাইস চেয়ারম্যান রাজু আহমেদ, আশরাফুজ্জামানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এনডিপি নেতৃত্বের প্রত্যাশা, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে, ন্যায় বিচার ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের পদক্ষেপ নেবে। দলটির অঙ্গীকার—অর্থায়নে নয়, বরং কর্ম ও আদর্শের ভিত্তিতে নেতৃত্ব বাছাই করা।
৩৬ বছরের এই পথচলায় এনডিপি যেমন লড়াই করে টিকে আছে, আগামী দিনগুলোতেও গণমানুষের অধিকার, গণতন্ত্র ও সুশাসনের জন্য নিরন্তর সংগ্রাম করে যাবে।
Design & Developed By: ECONOMIC NEWS