সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন

৮২৮ ফ্যান ফেস্টিভালে ১০০০০ মিলিঅ্যাম্পিয়ারের বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমির মাইলফলকে যুক্ত হতে যাচ্ছে আরও একটি অসাধারণ অর্জন। উদ্ভাবনের প্রতি অব্যাহত প্রতিশ্রুতির অংশ হিসেবে দুইটি যুগান্তকারী প্রযুক্তি নিয়ে আসছে ব্র্যান্ডটি। এর মধ্যে রয়েছে ১০০০০ মিলিঅ্যাম্পিয়ারেরও বেশি সক্ষমতার হাই-ডেনসিটি ব্যাটারি। ব্যবহারকারীদের ব্যাটারি নিয়ে দুশ্চিন্তা পুরোপুরি দূর করতে এবং নিরবচ্ছিন্ন শক্তিমত্তাকে নতুনভাবে প্রকাশ করতে যুগান্তকারী  প্রযুক্তির এ ব্যাটারি আনছে রিয়েলমি।  

আগামী ২৭ আগস্ট অনুষ্ঠেয় রিয়েলমির বহুল প্রতীক্ষিত ৮২৮ বছরপূর্তি অনুষ্ঠানে যুগান্তকারী এই উদ্ভাবন উন্মোচন করা হবে। রিয়েলমির ৮২৮ বছরপূর্তি যা ৮২৮ ফ্যান ফেস্টিভাল নামেও পরিচিত, একটি বার্ষিক উদযাপন যা প্রতি বছর আগস্টে রিয়েলমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত হয়।

১০০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিটি শতভাগ ফুল-সিলিকন অ্যানোড টেকনোলজিকে সমৃদ্ধ করবে যা, স্মার্টফোনের ইতিহাসে প্রথমবারের মতো ১২০০ ডব্লিউএইচ/এল (ওয়াট-আওয়ারস পার লিটার) এর মতো বিরল এনার্জি ডেনসিটি অর্জন করবে। এর মাধ্যমে স্লিম-স্লিক ডিজাইনের সাথে সুবিশাল ব্যাটারির সমন্বয়ে রিয়েলমির সক্ষমতা বোঝা যায়; ফলে এখন দিনব্যাপী গেমিং হোক, বা কনটেন্ট ক্রিয়েশন বা দীর্ঘ ট্রাভেল অ্যাডভেঞ্চার; ব্যবহারকারীরা নিশ্চিন্ত থাকার সুযোগ পাবেন।

ব্যাটারি প্রযুক্তিতে রিয়েলমির নেতৃত্ব এবারই প্রথম নয়। গত কয়েকবছর ধরে এই খাতের মানদণ্ড নির্ধারণে ভূমিকা রাখছে ব্র্যান্ডটি। ২০২৪-এ ৩২০ ওয়াটের সুপারসনিক চার্জিং সিস্টেম নিয়ে আসে তারা, যা মাত্র সাড়ে ৪ মিনিটেই ৪৪২০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি শতভাগ চার্জ করতে সক্ষম। এই বছরের শুরুতে রিয়েলমির নিয়ে আসা জিটি ৭ এ বিশ্বের প্রথম স্মার্টফোন হিসেবে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির সাথে ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং যুক্ত করা হয়; যা হাই-ক্যাপাসিটির সাথে আলট্রা-ফাস্ট চার্জিং একীভূত করার অংশ। মাত্র তিন মাস আগেই ব্যাটারি উদ্ভাবনের বিশেষজ্ঞ হিসেবে ৮৮৭ ডব্লিউএইচ/এল (ওয়াট-আওয়ারস পার লিটার) সমৃদ্ধ ১০০০০ মিলিঅ্যাম্পিয়ারের কনসেপ্ট ফোন নিয়ে আসে ব্র্যান্ডটি।

এই অর্জন ব্যাটারি প্রযুক্তির ক্ষেত্রে রিয়েলমির গভীর বোঝাপড়া এবং তরুণদের প্রয়োজন পূরণে ব্র্যান্ডটির অব্যাহত প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ; স্ট্রিমিং, গেমিং বা এক্সপ্লোরিং যাই হোক না কেন ব্যবহারকারীকেই প্রাধান্য দিয়ে থাকে ব্র্যান্ডটি। হাই-ডেনসিটির এই ব্যাটারি ছাড়াও বছরপূর্তি অনুষ্ঠানে আরও একটি যুগান্তকারী প্রযুক্তি নিয়ে আসতে যাচ্ছে রিয়েলমি। এর বিস্তারিত এখনই না জানা গেলেও, বোঝা যাচ্ছে রিয়েলমি মোবাইল উদ্ভাবনের ক্ষেত্রে নিজের অবস্থান আরও জোরদার করতে যাচ্ছে।

লাইভ আপডেট পেতে আগামী ২৭ আগস্ট অনুষ্ঠানের দিকে চোখ রাখুন, যেদিন রিয়েলমি এর বৈশ্বিক ফ্যানদের সাথে নিয়ে স্মার্টফোন প্রযুক্তির ভবিষ্যৎ হিসেবে ৮২৮ বছরপূর্তি উদযাপন করতে যাচ্ছে। আরও বিস্তারিত জানতে রিয়েলমির অফিসিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইট ভিজিট করুন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS