জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন চেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২২ আগস্ট) জাতীয় ঐকমত্য কমিশনে জমা দেওয়া আনুষ্ঠানিক মতামতে দলটি এই দাবি জানায়।
এনসিপি বলেছে, গুরুত্বপূর্ণ এই রাজনৈতিক দলিল বাস্তবায়নে কোনো ধরনের বিলম্ব কাম্য নয়। তারা মনে করে, বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনেই সনদের সব সুপারিশ বাস্তবায়ন সম্ভব এবং প্রয়োজন। দলটির মতে, এই সনদকে পরবর্তী সংসদের হাতে ন্যস্ত করা হলে তা কার্যত বাস্তবায়নের অঙ্গীকারকে দুর্বল করে।
মতামতে দলটি বলেছে, সনদের নাম ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ নয়, বরং শুধুই ‘জুলাই সনদ ২০২৫’ হওয়া উচিত। পাশাপাশি সংবিধান সংশোধনের জন্য যেকোনো বিল উচ্চকক্ষের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় পাস করার কথা বলা হয়েছে।
এনসিপি দাবি করেছে, নির্বাচনে সব রাজনৈতিক দলকে কমপক্ষে ১৫ শতাংশ নারী প্রার্থী মনোনয়নের বাধ্যবাধকতা নিশ্চিত করতে হবে। এছাড়া, সনদের বেশ কিছু প্রস্তাব ও ব্যাখ্যার সঙ্গে দলটির মতপার্থক্যের কথাও স্পষ্ট করা হয়।
দলটি আরো বলেছে, ‘জুলাই সনদ ২০২৫’ কেবল পরবর্তী সংসদের আলোচনার বিষয় নয়, বরং এর বাস্তবায়ন এখনই শুরু করা জরুরি। সনদের কোন সুপারিশ অবিলম্বে কার্যকর হবে, সে বিষয়ে খসড়ায় সুস্পষ্ট দিকনির্দেশনার অভাব রয়েছে বলেও মন্তব্য করেছে দলটি।
জুলাই সনদের খসড়া নিয়ে মতামত শুক্রবার বিকেলের মধ্যে জমা দিতে রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করেছিল জাতীয় ঐকমত্য কমিশন। এ পর্যন্ত ২৩টি রাজনৈতিক দল মতামত জমা দিয়েছে।
এর মধ্যে রয়েছে- বিএনপি, জামায়াতে ইসলামী, গণফোরাম, এলডিপি, বাসদ, জেএসডি, গণসংহতি আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ লেবার পার্টি, জাকের পার্টি, ভাসানী জনশক্তি পার্টি ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিসহ আরো কয়েকটি দল।
Design & Developed By: ECONOMIC NEWS