নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের পূর্ব খড়রীয়া গ্রামে সরকারি রাস্তা দখল করে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় গণস্বাক্ষরে বেশ কিছু এলাকাবাসী সরকারি জায়গা দখলমুক্ত করার জন্য ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন এবং অনুলিপি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সহকারী কমিশনার (ভূমি), কালিয়া ও
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার নিকট অনুলিপি দাখিল করেছেন।
অভিযোগ ও ভুক্তভোগী এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের রবিউল শেখ এর বাড়ী হইতে জহুর মন্ডল এর বাড়ী পর্যন্ত সরকারি রাস্তায় মৃত পাচু মোন্ডলের ছেলে হাজী জহুরুল হক মোন্ডল (৭০), গফুর মোন্ডলের ছেলে সেলিম মন্ডল, কলম মন্ডল ও নাসির মন্ডল, মালেক মোল্যার ছেলে আব্বাসউদ্দীন মোল্যা, মৃত সত্তার শেখের ছেলে ইরাদ শেখ, মৃত আফজাল মোল্যার ছেলে দাউদ মোল্যা, মৃত জামাল মোল্যার ছেলে রবিউল মোল্যা, মৃত আঃ সামাদ শেখের ছেলে লতিফ শেখ ও মৃত জুলফিকার শেখের ছেলে রবিউল শেখসহ অনেকে সরকারি রাস্তার পাশে দখল করে ঘরবাড়ি নির্মাণ করেছে। ফলে রাস্তাটি অকার্যকর হয়ে পড়েছে এবং এলাকার কৃষকের ধান মৌসুমে ফসল আনা নেওয়া হয়ে পড়েছে দুঃসাধ্য।
অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা হায়দার আলী বলেন, ওই এলাকায় সার্ভেয়ার নিয়ে পরিমাপ করে সরকারী জায়গা চিহ্নিত করেছি এবং যাদের স্থাপনা আছে নিজ খরচে সরিয়ে নিতে বলা হয়েছে। তবে তারা বলেছে উচ্ছেদের বিষয়টি স্থগিতের জন্য তারা আবেদন করেছে কিন্তু সে ধরনের কোন আবেদন তিনি পাননি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) না থাকায় ব্যবস্থা নিতে বিলম্ব হচ্ছে। উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নিবেন বলে জানান।
এদিকে অভিযুক্ত সকলে নায়েবের পরিমাপ মানলেও কলম মন্ডল ওই মাপ মানেন না বলে জানান।
স্থানীয় অনেকের ধারনা বিষয়টি আশু সমাধান না করলে যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।
এ বিষয়ে ইউএনও মোঃ রাশেদুজ্জামান কে বারবার মুঠো ফোনে ফোন দেওয়া হলেও তিনি ফোন তুলেন নি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply