চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আদম কুড়ি মাঠে ভুট্টা ক্ষেত থেকে আলমগীর হোসেন (৩৮) নামের এক কৃষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। তিনি কুতুবপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, আলমগীর হোসেন তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবার ও স্থানীয়রা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
মঙ্গলবার (১৩ মে) সকালে কুতুবপুর আদম কুড়ি মাঠে স্থানীয় কৃষকরা ভুট্টার জমিতে কাজ করতে গেলে তারা দুর্গন্ধ অনুভব করেন। পরে খোঁজ নিতে গিয়ে জমির মাঝখানে একটি অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
ঘটনাস্থল পরিদর্শন করেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ হাসান। তিনি জানান, “মরদেহটি আলমগীর হোসেনের বলে নিশ্চিত হওয়া গেছে, এবিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ চলছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply