রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জাতীয় নির্বাচনের আগে গণভোট দিয়ে সরকারের বৈধতা নিশ্চিত করতে হবে: জাতীয় ঐক্য জোটের নেতৃবৃন্দ পেঁয়াজের দামে লাগাম টানতে আমদানির সুপারিশ করেছে বিটিটিসি গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৪ জন, তবে মৃত্যু হয়নি কারো ওরিয়ন ইনফিউশন সাপ্তাহিক দর পতনের শীর্ষে দ্বীপজেলা ভোলা নাগরিক ঐক্য ফোরামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হবিগঞ্জের তরুণী ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে গ্রেফতার পার্বত্য চট্টগ্রামে নিয়ে ভারতীয় ষড়যন্ত্রের কঠিন জবাব দেওয়া হবে: মোস্তফা আল ইহযায খাসজমি আন্দোলনের কিংবদন্তি ও কৃষক মুক্তির আজীবন যোদ্ধা কমরেড আবদুস সাত্তার খান স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত সরাসরি সমুদ্রপথে শিপিং সেবা চালু করেছে বাংলাদেশ ও পাকিস্তান মনোস্পুল বাংলাদেশ সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে

তামিম ইকবালের সুস্থতা কামনায় গোটা দেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

হৃদরোগে আক্রান্ত হয়ে সিসিইউতে আছেন তারকা ক্রিকেটার তামিম ইকবাল খান। সোমবার (২৪ মার্চ) সকালে তার দুই দফা হার্ট অ্যাটাক হয়। প্রথম দফায় সামান্য সমস্যা হলেও দ্বিতীয় দফায় ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়।

এরপর তাকে হাসপাতালে ভর্তি করলে হার্টে ব্লক ধরা পড়ে এবং রিং পরানো হয়। বর্তমানে তিনি করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

তামিম ইকবালের জন্য প্রার্থনা করছে গোটা দেশ। এক সময়ে তিনি যেসব দেশি ও বিদেশি ক্রিকেটারদের সঙ্গে খেলেছেন তারা সুস্থতা কামনা করার পাশাপাশি প্রার্থনাও করছেন।

সাবেক সতীর্থ ও অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিমকে নিয়ে দুই দফা পোস্ট দিয়েছেন। সেখানে তিনি প্রথমে লিখেন, ‘‘তোর কাছে যাইতে পারলামনা ভাডি। মহান আল্লাহ তোর সহায় হোক দ্রুত সুস্থ হয়ে ফিরে আয় ইনশাআল্লাহ্।’’

এরপর লিখেন, ‘‘মহান আল্লাহ তোর সহায় হোন, তামিম। দ্রুত সুস্থ হয়ে ফিরে আয় সবার মাঝে ইনশাআল্লাহ।’’

ভারতের সাবেক অলরাউন্ডার মনোজ তিওয়ারি লিখেছেন, ‘‘এই লড়াইটা তোমায় জিততেই হবে বন্ধু, একেবারে ট্রেডমার্ক তামিম ইকবাল স্টাইলে! প্রার্থনা! ? Get well soon Tamim Iqbal! ?

বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ লিখেন, ‘‘তামিম ইকবাল ভাই বিকেএসপিতে একটি ম্যাচ চলাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন, এবং তার অবস্থা খারাপ। তিনি এখন লাইফ সাপোর্টে আছেন। এই কঠিন সময়ে তাকে আপনার প্রার্থনায় রাখুন। আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুন। ?

তাওহীদ হৃদয় লিখেছেন, ‘‘আজ সকালেও একসাথে কতো হাসি-খুশি ছিলাম!!  মুহূর্তেই সব বদলে গেলো!! আপনি অপারেশন থিয়েটারে আর আমরা এদিকে আপনাকে ছাড়া মাঠে ব‍্যস্ত। কেমনটা লাগছিল বলে বোঝাতে পারবো না। আপনাকে আমি হাসি-খুশি দেখতে চাই, হাসপাতালের বিছানায় নয়। জলদি ফিরে আসুন ভাই। আল্লাহপাকের কাছে সেই সকাল থেকেই আপনার জন‍্য প্রার্থনা করছি?।

লিটন দাস লিখেছেন, ‘‘তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন তামিম ভাই। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। আমাদের সবার দোয়া আছে আপনার সাথে।’’

জাকের আলী অনিক লিখেছেন, ‘‘তামিম ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন।’’

ইমরুল কায়েস লিখেছেন, ‘‘আজ মাঠে খেলতে খেলতেই শুনলাম, তামিম গুরুতর অসুস্থ হয়ে পড়েছে ম্যাচের মাঝেই, ঠিক বিকেএসপিতে। খবরটা শোনার পর থেকে মনটা ভারী হয়ে গেছে, এমন কিছু হবে তা কখনো ভাবিনি। ওকে কখনো হার মানতে দেখিনি, আজও জানি ও এই লড়াই জিতবেই। আশা করি, তামিম, তুই তাড়াতাড়ি ঠিক হয়ে যাবি, দোস্ত! আল্লাহ তোকে দ্রুত সুস্থ করে দিক। দোয়া আর ভালোবাসা রইল তোর জন্য।’’

রিশাদ হোসেন লিখেছেন, ‘‘তামিম ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করছি। অনেক অনেক দোয়া রইল, আপনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান।’’

ফরচুন বরিশাল তাদের ফেসবুক পেইজে লিখেছে, ‘‘তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র, দেশের ইতিহাসের অন্যতম সেরা ওপেনিং ব্যাটসম্যান। দীর্ঘ ক্যারিয়ারে তিনি বাংলাদেশকে অসংখ্য জয়ের আনন্দ দিয়েছেন, নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বমানের একজন ব্যাটসম্যান হিসেবে। সাম্প্রতিক সময়ে তিনি  খুব অসুস্থ হয়ে পরেছেন, তাই মহান আল্লাহর নিকট তার দ্রুত সুস্থতা ও মঙ্গল কামনায় সবাই দোয়া করবেন। আমরা আশাবাদী, ইনশাআল্লাহ তিনি খুব দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে মাঠে ফিরে আসবেন।’’

আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিমের একটা ছবি পোস্ট করে লিখে, ‘‘Get well soon, Tamim Iqbal ? পুরো ক্রিকেট মহল তোমার জন্য প্রার্থনা করছে।’’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS