দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২ ফেব্রুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
সূত্র মতে, সমাপ্ত সপ্তাহে নার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ৫৯ দশমিক ১২ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৮ টাকা ১০ পয়সায়।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৩৪ দশমিক ৪৮ শতাংশ। আর ৩৩ দশমিক ৩৩ শতাংশ শেয়ারদর বাড়ায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান করেছে ফোনিক্স লিমিটেড।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে নিউ লাইন ক্লোথিংসের ২৫ দশমিক ৩৩ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানির ২৫ শতাংশ, কাটালী টেক্সটাইলসের ২৪ দশমিক ৪৪ শতাংশ, বিডি থাই ফুডসের ২৩ দশমিক ৩৯ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ২৩ দশমিক ৮ শতাংশ, পাদ্মা লাইফের ২২ দশমিক ৫২ শতাংশ এবং বিবিএস ক্যাবলসের ২০ দশমিক ৫৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply