ঢাকা, বাংলাদেশ – ২৩ নভেম্বর, ২০২৫: কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং মে ইন্টারন্যাশনালট্রেড সার্ভিসেস লিমিটেড- গ্লোবাল ট্রেড ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম বাস্তবায়নের লক্ষ্যে সম্প্রতি এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। ব্যাংকের হেড অফিসে অনুষ্ঠিত দুই প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা এই চুক্তিতে স্বাক্ষর করেন।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং মে ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিসেস লিমিটেডের সিইও সৈয়দ আমিনুল কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর শেষে পারস্পরিক বিনিময় করেন।
গ্লোবাল ট্রেড ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম বাস্তবায়ন, কমিউনিটি ব্যাংকের ট্রেড কমপ্লায়েন্স আরও শক্তিশালী করার প্রতিশ্রুতির ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এই প্ল্যাটফর্ম ব্যাংকের আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রমকে আরও স্বচ্ছ, দক্ষ ও ঝুঁকিমুক্ত করতে সহায়তা করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply