ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় রাশিয়ার বোমা হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও ৩২ জন।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জাপোরিঝিয়ার আঞ্চলিক প্রধান ইভান ফেডোরভের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার সেনারা দিনের মাঝামাঝিতে শহরটিতে হামলা চালিয়েছে। দুটি নির্দেশিত আকাশ বোমা আবাসিক ভবনগুলোতে আঘাত করে।
ফুটেজে দেখা গেছে, একটি বহুতল ভবন এবং বেশ কয়েকটি গাড়িতে আগুন জ্বলছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মিত্রদের রাশিয়ার ওপর ‘সন্ত্রাসের জন্য’ চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন। যদিও রুশ সামরিক বাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
বোমা বিস্ফোরিত স্থানের বাইরে থেকে একটি ভিডিও বার্তায় জাপোরিঝিয়ার আঞ্চলিক প্রধান ফেডোরভ বলেন, বুধবার (৮ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টায় এ হামলা চালানো হয়।
ফেডোরভ বলেন, দুটি নির্দেশিত বোমা আবাসিক ভবনে আঘাত হানে। এর আগে তিনি বলেছিলেন, বোমা হামলায় ‘শিল্প অবকাঠামো’ লক্ষ্যবস্তু করা হয়েছে।
অনলাইনে প্রকাশিত ছবিতে দেখা যায়, রাস্তার পাশে হতাহতদের সেবা দিচ্ছেন কিছু মানুষ। এ ছাড়া রাস্তায় কিছু গাড়িতে আগুন জ্বলছে এবং গাড়ির কিছু কাচ রাস্তায় পড়ে আছে। জাপোরিঝিয়া ফ্রন্ট লাইনের খুব কাছেই অবস্থিত।
গতকাল বুধবার এক বিবৃতিতে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘সাধারণ নাগরিকরা ক্ষতিগ্রস্ত হবে তা জেনেও একটি শহরে আকাশ বোমা হামলার চেয়ে নিষ্ঠুর আর কিছু হতে পারে না।’
ইউক্রেনের মিত্রদের আরও সমর্থনের জন্য আবেদন জানিয়ে জেলেনস্কি বলেন, ‘কেবল শক্তি প্রয়োগের মাধ্যমেই এই ধরনের যুদ্ধের শান্তিপূর্ণ স্থায়ী সমাপ্তি সম্ভব।’
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে পূর্ণ মাত্রার আক্রমণ শুরু করেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply