চুয়াডাঙ্গার নীলমণিগঞ্জ পিটিআই মাঠে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মোমিনপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত সভায় তরুণ ও যুবকদের আল-কোরআনের পথে ও আলোর পথে আসার জোরালো আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, ইসলামী ছাত্রশিবির যুবকদের আগামী দিনের আদর্শ রাষ্ট্রনায়ক, নৈতিক চরিত্রবান, এবং জান্নাতমুখী মানুষ হিসেবে গড়ে তোলার দিকনির্দেশনা ও ক্যারিয়ার গঠনের পথ দেখাচ্ছে। তরুণদেরকে এই মহৎ উদ্দেশ্যে শামিল হয়ে আগামীর বাংলাদেশ গড়ায় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
উক্ত সাধারণ সভায় ছাত্রশিবিরের স্থানীয় গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য মোঃ রাব্বি হাসান (চুয়াডাঙ্গা পৌর আদর্শ শাখার সভাপতি),মোঃ শোভন মিয়া (চুয়াডাঙ্গা পৌর আদর্শ শাখার সেক্রেটারি),মো: আলতাফ হোসেন (চুয়াডাঙ্গা পৌর আদর্শ শাখার বাইতুল মাল সম্পাদক),মোঃ শিবলুর রহমান (মোমিনপুর ২নং ওয়ার্ডের যুববিভাগ সভাপতি),তৌফিক আহম্মেদ নিরব (মোমিনপুর ইউনিয়ন শাখার দায়িত্বশীল)।
এছাড়াও, মোমিনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ইসলামী ছাত্রশিবিরের কর্মী ও সমর্থকরা সাধারণ সভায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে মহান আল্লাহর কাছে আজকের আয়োজনে উপস্থিত সবাইকে কোরআনের সৈনিক হিসেবে কবুল করার জন্য বিশেষ দোয়া করা হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply