বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৩:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
মঈনুল কবীর এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ডিএসই পর্ষদে ২ পরিচালক নির্বাচিত ৬৬ হাজার কোটি টাকার বেশি সম্পদ ফ্রিজ ও সংযুক্ত করা হয়েছে বিদেশি বিনিয়োগে বাংলাদেশে ধারাবাহিক সংস্কার চলছে: প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ত্রিশালে অবৈধ দোকানপাট অপসারণে মোবাইল কোর্ট পরিচালিত গ্রাহকের আমানত ফেরতের দায় ব্যাংকের ওপরই: কেন্দ্রীয় ব্যাংক কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) বিএনপি মনোনীত শরীফুল আলমের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ ডাইমেনসিটি ৯৫০০–এর শক্তিতে ভিভো এক্স৩০০ প্রো ময়মনসিংহে মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে পুলিশ বীর মুক্তিযোদ্ধাবৃন্দের সংবর্ধনা অনুষ্টান অনুষ্ঠিত Price Sensitive Information of BDCOM Online Ltd.

চুয়াডাঙ্গায় মাদক নিয়ে সংঘর্ষ, আহত ১

মোঃ আব্দুল্লাহ হক
  • আপডেট : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার দমদমা গ্রামে মাদক ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মোঃ বিপুল হোসেন (২৫) গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষে লোহার রড ও কাঠের বাটামের আঘাতে তার শরীরের বিভিন্ন অংশে জখম হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের দমদমা গ্রামের মোঃ আলমগীর হোসেন (৩৫), তার স্ত্রী মোছাঃ জাহান্নারা খাতুন (৩২) এবং মোঃ মিনাজ উদ্দীন (৫০) দীর্ঘদিন ধরে নিষিদ্ধ মাদক টাপেন্ডাডল বিক্রি করে আসছিলেন। এলাকাবাসীর একাধিকবার নিষেধ করার পরও তারা তাদের কার্যক্রম চালিয়ে যান।

২৯ ডিসেম্বর ২০২৪ তারিখ সকাল ১১টার দিকে মোঃ বিপুল তাদের মাদক বিক্রি করতে দেখে বাধা দিতে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়। অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে লোহার রড ও কাঠের বাটাম নিয়ে বিপুলের ওপর হামলা চালায়। এতে তার বাম হাত এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়।

সংঘর্ষ চলাকালে চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন। উপস্থিত মোঃ হাসান আলী, মোঃ জাহিদুল ইসলাম ও মোঃ সাইফুলসহ আরও অনেকে বিপুলকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

অন্যদিকে, অভিযুক্ত আলমগীর হোসেন ও তার স্ত্রী জানিয়েছেন, তারা মাদক বিক্রির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তাদের দাবি, হাসান নামের এক ব্যক্তির সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে বিপুল তাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

আহত বিপুল আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং প্রকৃত ঘটনা উদঘাটনে কাজ শুরু করেছে।

দমদমা গ্রামে এই সংঘর্ষের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িত অপরাধ নির্মূলে পুলিশ কঠোর পদক্ষেপ নেবে বলে আশ্বাস দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS