চলমান ইস্যুসহ বিভিন্ন বিষয়ে জাতীয় ঐক্যের ডাক দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ঐক্যের বিষয়ে আলোচনা করতে প্রথমেই ছাত্রনেতাদের সঙ্গে বসবেন তিনি। আগামীকাল বুধবার প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে সংলাপ করবেন। এর পরদিন ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপ করবেন।
আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শফিকুল আলম বলেন, জাতীয় ঐক্য ঘোষণা নিয়ে আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টা ছাত্রনেতাদের সঙ্গে সংলাপ করবেন। আগামীকাল (বুধবার) বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবেন প্রধান উপদেষ্টা। পরদিন বৃহস্পতিবার তিনি ধর্মীয় নেতাদেরকে একটি ডায়লগে আহ্বান করেছেন। এসব বৈঠকের উদ্দেশ হচ্ছে যে তিনি ন্যাশনাল ইউনিটির ডাক দেবেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply