
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে “৩দিন ব্যাপী ৮ম পন্ডিত বই মেলার শুভ উদ্বোধন” করা হয়েছে। শনিবার (১৭ই জানুয়ারি) দুপুর ১২টার দিকে, “থানাহাট এ ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে” গাইবান্ধা উদিচির সাধারণ সম্পাদক শিরিন আকতার এর সঞ্চালনায় ও পন্ডিত সাংস্কৃতিক কেন্দ্রের সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম রাজার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই মেলার শুভ উদ্বোধন করেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আলী রায়হান সরকার, গুনাইগাছ ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক আবু হেনা মোস্তফা, থানাহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়ব আলী, সাপ্তাহিক ভাওয়াইয়া এক্সপ্রেস প্রকাশক এরশাদুল করিম রাজু, প্রেসক্লাব চিলমারী সভাপতি হুমায়ুন কবির, চিলমারী সাংবাদিক ফোরাম সভাপতি সাওরাত হোসেন সোহেল, উপজেলা প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমানসহ আরও অনেকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। পন্ডিত বই মেলাকে ঘিরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের, শিক্ষার্থীদের কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন হয়েছে। এই বই মেলা কমিটির সভাপতি লেখক ও গীতিকার আবু রায়হান বলেন, এই বই মেলা চিলমারীর একটি ঐতিহ্য, ৮ম বারের মতো অনু্িষ্ঠত হচ্ছে পন্ডিত বই মেলাটি। মেলাকে ঘিরে ইতোমধ্যে দেশের নামকরা লেখকরা ও বিভিন্ন প্রকাশনী চিলমারীতে এসেছেন, আশা করছি আবহাওয়া অনুকূলে থাকলে অন্যান্য বারের চেয়ে, এবারে ও বই প্রেমীদের উপস্থিতি বাড়বে বলে আশা করছি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply